Opposition Meeting: ভেস্তেই যাচ্ছিল বিরোধী জোট, ‘ময়দানে’ মমতা নামতেই মিটল কংগ্রেস-আপের ভুল বোঝাবুঝি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 17, 2023 | 6:26 AM

AAP-Congress: বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই দিল্লি অধ্য়াদেশ নিয়ে আলোচনার কথা ছিল। কংগ্রেস কোনও সাড়া-শব্দ না করায়, আম আদমি পার্টি সাফ জানিয়ে দেয় যে কংগ্রেস যদি নিজের অবস্থান স্পষ্ট না করে, তবে তারা বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যোগ দেবে না।

Opposition Meeting: ভেস্তেই যাচ্ছিল বিরোধী জোট, ময়দানে মমতা নামতেই মিটল কংগ্রেস-আপের ভুল বোঝাবুঝি
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: তৈরির আগেই ভাঙতে বসেছিল বিরোধী জোট (Opposition Alliance)। অবশেষে কংগ্রেস (Congress) সুর নরম করতেই মান ভাঙল আম আদমি পার্টির (Aam Aadmi Party)। কংগ্রেসের তরফে দিল্লি অধ্যাদেশ নিয়ে আপ-কে সমর্থন জানানোর কথা জানাতেই দিল্লির শাসক দল রাজি হল আজ, ১৭ জুলাইয়ের বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে। তবে এই সবকিছুই সম্ভব হল দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৌলতে। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। দিল্লি অধ্যাদেশ নিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল এবং যার জেরে উড়ানের আগেই ‘ক্র্যাশ’ হতে চলেছিল বিরোধী জোট, সেই ভুল বোঝাবুঝি দূর করলেন এই দুই বিরোধী নেতৃত্বই।

সূত্রের খবর, দিল্লি অধ্যাদেশ নিয়ে আম আদমি পার্টিকেই প্রথম থেকে সমর্থন করতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু ২৩ জুনের বিরোধী জোটের বৈঠকে একটা ভুল বোঝাবুঝিতেই প্রশ্নের মুখে পড়ে যায় বিরোধী ঐক্য। ওই বৈঠকে কংগ্রেস জানিয়েছিল তারা কখনও বিজেপিকে বা বিজেপির মতাদর্শকে সমর্থন করবে না। কিন্তু কেজরীবাল দিল্লি অধ্যাদেশ নিয়ে বিরোধী দলগুলির সমর্থন চাইলে চুপ করে থাকেন রাহুল গান্ধী-মল্লিকার্জুন খাড়্গে।

শেষ ধাক্কা লাগে আপ শাসিত পঞ্জাবে একের পর এক কংগ্রেস নেতার গ্রেফতারি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন, তাতেই সম্প্রতি গ্রেফতার হন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ওপি সোনি। এতেই চটে যায় কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। 

এদিকে, বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই দিল্লি অধ্য়াদেশ নিয়ে আলোচনার কথা ছিল। কংগ্রেস কোনও সাড়া-শব্দ না করায়, আম আদমি পার্টি সাফ জানিয়ে দেয় যে কংগ্রেস যদি নিজের অবস্থান স্পষ্ট না করে, তবে তারা বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যোগ দেবে না। কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে যখন অরবিন্দ কেজরীবালকে ফোন করে বিরোধী জোটের বৈঠকে আমন্ত্রণ জানান, সেই সময় কেজরীবাল ‘দেখছি-দেখব’ করে কাটিয়ে দেন

এই চাপের পরিস্থিতিতেই ময়দানে নামেন নীতীশ কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়। দুই নেতৃত্বই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে বোঝান যে দিল্লি অধ্যাদেশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে বিরোধী জোট দিল্লি-পঞ্জাবের মধ্য়েই সীমাবদ্ধ হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মল্লিকার্জুন খাড়্গেকে ফোন করেন এবং কংগ্রেসকে দিল্লি অধ্যাদেশ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরামর্শ দেন। কেসি বেণুগোপাল সেই ব্যাখ্যা দিতেই রবিবার আম আদমি পার্টির তরফে জানানো হয়, তারা ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে যোগ দেবেন।

Next Article