Pariksha Pe Charcha: ২৭-এই ‘পরীক্ষা পে চর্চা’, তার আগে প্রজাতন্ত্র দিবসে বড় সুযোগ পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা
PM Modi's Pariksha Pe Charcha: ২৭ জানুয়ারি সকাল ১১টায় নয়াদিল্লির তাল কাটোরা স্টেডিয়ামে হবে 'পরীক্ষা পে চর্চা'। ডিডি নিউজ এবং দূরদর্শন নেটওয়ার্কের অন্যান্য আঞ্চলিক ভাষার চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার করা হবে।

নয়া দিল্লি: চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং বিটিং রিট্রিট অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চা’য় অংশগ্রহণকারী ২০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকা। বুধবার (২৫ জানুয়ারি) এই খবর জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার, ৭৪তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্য পথের ১৮ নম্বর ঘেরে তাঁদের বসানো হবে। ২৭ জানুয়ারী সকাল ১১টায় নয়াদিল্লির তাল কাটোরা স্টেডিয়ামে হবে ‘পরীক্ষা পে চর্চা’। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষার ভীতি কাটাতে আলাপ-আলোচনা করবেন প্রধানমন্ত্রী। ১৫০টি দেশ থেকে ৩৮০০০ ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিল। শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে ২০০ জনকে বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ডিডি নিউজ এবং দূরদর্শন নেটওয়ার্কের অন্যান্য আঞ্চলিক ভাষার চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার করা হবে। এএনআই-এর মাধ্যমেও লাইভ ভিডিয়ো সিগন্যাল পাওয়া যাবে।
প্রতি বছরই ‘পরীক্ষা পে চর্চা’ আয়োজিত হয়। আসন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। পরীক্ষার চাপের মোকাবিলা এবং অন্যান্য বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। চলতি বছর এই বার্ষিক অনুষ্ঠানের ষষ্ঠ সংস্করণের আয়োজন করা হচ্ছে। ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি দিল্লির তাল কাটোরা স্টেডিয়ামেই প্রথমবার এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। চলতি বছরে আগ্রহী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
