India-Pakistan: স্যর ক্রিকে ক্ষমতা দেখাবে ভারতের ‘ত্রিশূল’, শুনে হাঁটু কাঁপল পাকিস্তানের, তড়িঘড়ি যা করল…
NOTAM: আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্তের কাছে স্যর ক্রিকে তিন বাহিনীর সামরিক মহড়ার জন্য ভারতও নোটাম জারি করেছে। সাম্প্রতিক সময়ে এটা ভারতের অন্যতম উল্লেখযোগ্য সামরিক মহড়া হতে চলেছে।

ইসলামাবাদ: ভারতের ভয়ে থরহরিকম্প পাকিস্তান। এতটাই ভয় যে তাদের বিমান ওঠা-নামা বন্ধ করে দিচ্ছে। তড়িঘড়ি জারি করল সতর্কতা। অপারেশন সিঁদুরের আতঙ্ক কি এখনও তাড়া করছে পড়শি দেশ পাকিস্তানকে? কী ঘটছে?
সীমান্তে তিন বাহিনীকে নিয়ে মহড়ায় নামছে ভারত। বায়ুসেনা, নৌসেনা ও ভারতীয় সেনার তিন বাহিনী মিলে এই সামরিক অভিযান করতে চলেছে স্যর ক্রিকের কাছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ত্রিশূল। আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই সামরিক মহড়া চলবে। আর সেই ভয়েই কাঁটা পাকিস্তান।
ভারত ‘ত্রিশূল’-র ঘোষণা করতেই পাকিস্তান একাধিক রুটে জারি করেছে নোটাম। মধ্য ও দক্ষিণ এয়ারস্পেসের একাধিক এয়ার ট্রাফিক রুটের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ অক্টোবর এই নোটাম জারি থাকবে। যদিও নোটাম জারির কোনও কারণ ব্যাখ্যা করেনি পাকিস্তান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের শক্তি প্রদর্শনের খবর পেয়েই তারাও সামরিক অভিযান বা কোনও অস্ত্র পরীক্ষা করতে পারে। সেই জন্যই নোটাম জারি করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্তের কাছে স্যর ক্রিকে তিন বাহিনীর সামরিক মহড়ার জন্য ভারতও নোটাম জারি করেছে। সাম্প্রতিক সময়ে এটা ভারতের অন্যতম উল্লেখযোগ্য সামরিক মহড়া হতে চলেছে।
অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের নানা প্রান্তে মহড়া চালিয়েছে। আবার উল্লেখযোগ্য বিষয় হল, স্যর ক্রিক-সিন্ধ-করাচীর কাছে এই সামরিক মহড়ার ঘোষণার ঠিক আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে স্যর ক্রিক নিয়েই হুঁশিয়ারি দিয়েছিলেন।
স্যর ক্রিক হল গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মাঝে ৯৬ কিলোমিটার দীর্ঘ জলাভূমি। দশমীর দিন ভূজে বায়ুসেনার ঘাঁটিতে অস্ত্র পুজোর পর রাজনাথ সিং বলেছিলেন, “যদি পাকিস্তান স্যর ক্রিক সেক্টরে কিছু করার দুঃসাহস দেখায়, তাহলে ইতিহাস-ভূগোল দুই-ই বদলে দেওয়া হবে।”
