লখনউ: পাকিস্তানের ষড়যন্ত্রের ছক বানচাল। দেশের মাটি থেকে ধরা পড়ল পাকিস্তানি গুপ্তচর (Pakistani Spy)। উত্তর প্রদেশের (Uttar Pradesh) মিরট থেকে এক পাকিস্তানি আইএসআই এজেন্টকে (ISI Agent) গ্রেফতার করল সন্ত্রাস দমন শাখা (ATS)। জানা গিয়েছে, রাশিয়ার মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত ওই আইএসআই এজেন্ট।
উত্তর প্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড রবিবার মিরট থেকে সত্যেন্দ্র সিওয়াল নামক এক যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে, ২০২১ সাল থেকে মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত ওই যুবক। দূতাবাসে কাজ করার আড়ালে বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাঠাত সত্যেন্দ্র।
এটিএসের আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত যুবক রাশিয়ার মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত। আইবিএসএ পদে নিযুক্ত ছিল। পাকিস্তানি গুপ্তচর সংস্থার হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল সত্যেন্দ্রর। মোটা টাকার বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের কাছে ফাঁস করে দিত।
জানা গিয়েছে, ওই যুবক আদতে উত্তর প্রদেশের ওয়াহাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে এটিএসের কাছে খবর এসেছিল যে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে ওই যুবক। দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর পরই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিরট ডেকে পাঠায়। প্রথমে যাবতীয় অস্বীকার করলেও, পরে চাপ দিতেই গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করে নেয় সত্যেন্দ্র। তাঁর কাছ থেকে দুটি ফোন, একটি আধার কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মোবাইলের কললিস্ট ঘেঁটে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে লখনউয়ে মামলা দায়ের করা হয়েছে।