BSF: ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাক নাগরিকের, বিএসএফ-এর হাতে গ্রেফতার
ধৃত ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। পাকিস্তানের নাগরপারকার তেহসিলের পুনওয়া গ্রামের বাসিন্দা।
আহমেদাবাদ: ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাক নাগরিকের। এবার গুজরাটের বানালকান্থা জেলার নাদাবেত সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এক ব্যক্তি। সীমান্তরক্ষী বাহিনী (BSF) জওয়ানদের তৎপরতায় শেষ পর্যন্ত তার সেই চেষ্টা সফল হয়নি। কাঁটাতার পেরোলেও হাতেনাতে ওই ব্যক্তিকে ধরে ফেলে বিএসএফ।
গুজরাট সীমান্ত দিয়ে পাক নাগরিকের ভারতে অনুপ্রবেশ চেষ্টার খবরটি বিএসএফ-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ধৃত ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। পাকিস্তানের নাগরপারকার তেহসিলের পুনওয়া গ্রামের বাসিন্দা সে। সোমবার গুজরাটের বানালকান্থা জেলার নাদাবেত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় হাতেনাতে ওই ব্যক্তিকে ধরা হয়।
সাম্প্রতিককালে পাক নাগরিকদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে পাক নাগরিকদের ভারতে অনুপ্রবেশ আটকাতে বিএসএফ বাহিনী তৎপর এবং সীমান্তবর্তী এলাকায় পাক নাগরিকদের আনাগোনার উপর নজর রাখছে বলেও বিবৃতিতে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী (BSF)।
প্রসঙ্গত, দিন কয়েক আগে, গত ২৩ ডিসেম্বর পঞ্জাবের ভারত-পাক সীমান্তে দেখা গিয়েছিল পাকিস্তানি ড্রোন। পঞ্জাবের অমৃতসর সেক্টরে পালমোরান এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর ২২ ব্য়াটেলিয়ন নজরদারি চালাচ্ছিল। সেই সময় পাকিস্তানি ড্রোন নজরে আসে। তা নজরে আসতেই গুলি করে নামিয়ে আনে বিএসএফ। প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের এই ড্রোনটির ব্যাটারি ক্যাপাসিটি ২৫,০০০ mah এবং এই ড্রোনটি প্রায় ২৫ কেজি জিনিস বহন করার ক্ষমতা রাখে বলে বিএসএফ সূত্রে খবর। এটা নিয়ে গত দু’মাসে অমৃতসরে চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।