P-20 Summit: জি-২০-র পর এবার নয়া দিল্লিতে বসতে চলেছে পি-২০ সামিট

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 12, 2023 | 10:07 PM

Delhi: জি-২০ সামিট আয়োজিত হয়েছিল 'ভারত মণ্ডপম'-এ। এবার পি-২০ সামিট আয়োজিত হবে দিল্লির দ্বারকায় নয়া কনভেনশন সেন্টার, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টার 'যশোভূমি'-তে। এই সামিটে প্রায় ২৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

P-20 Summit: জি-২০-র পর এবার নয়া দিল্লিতে বসতে চলেছে পি-২০ সামিট
পি-২০ সামিট বসতে চলেছএ দিল্লিতে।

Follow Us

নয়া দিল্লি: জি-২০ শীর্ষ সম্মেলনের পর ফের নয়া দিল্লিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতাদের সমাবেশ বসতে চলেছে। G-20 সামিটের পর এবার বসতে চলেছে P-20 সামিট। যার সম্পূর্ণ নাম, ‘পার্লামেন্ট-২০ সামিট’ (Parliament-20 summit)। মূলত, জি-২০-ভুক্ত দেশের স্পিকার-সহ সাংসদরা এই সামিটে অংশগ্রহণ করবেন। এছাড়া সদ্য জি-২০-র সদস্য হওয়া আফ্রিকান ইউনিয়নের সাংসদরাও যোগ দেবেন পি-২০ সামিটে। আগামী কাল, শুক্রবার থেকে দু-দিন ব্যাপী শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে ‘যশোভূমি’-তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সামিটের উদ্বোধন করবেন।

জি-২০ সামিট আয়োজিত হয়েছিল ‘ভারত মণ্ডপম’-এ। এবার পি-২০ সামিট আয়োজিত হবে দিল্লির দ্বারকায় নয়া কনভেনশন সেন্টার, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টার ‘যশোভূমি’-তে। এই সামিটে প্রায় ২৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। P-20 সম্মেলনের মূল আলোচ্য বিষয় হল, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের জন্য সংসদ’। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর এবং লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে এই কর্মসূচিগুলি চূড়ান্ত করা হচ্ছে। সম্মেলনের প্রথম দিন ‘পার্লামেন্টারি ফোরাম অন লাইফ’ নিয়ে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দু-দিনব্যাপী সম্মেলনে চারটি অধিবেশন হবে
‘ভারত এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ লক্ষ্য নিয়ে পি-২০ সম্মেলনে বিশ্বের কাছে ভারতের প্রাচীন গণতান্ত্রিক ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্বের সকল দেশে সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা দেওয়া হবে। দু-দিনের সম্মেলনে মোট চারটি অধিবেশনের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে, SDG-র জন্য এজেন্ডা তৈরি, লিঙ্গ সাম্যতা তুলে ধরতে মহিলাদের ক্ষমতায়ন, পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সবুজায়ন। মূলত, বর্তমান বিশ্বের সমস্যাগুলির সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়, সেটা নিয়েই আলোচনা হবে পি-২০ সামিটে।

অন্যদিকে, পি-২০ সামিটে অংশগ্রহণরকারী বিভিন্ন দেশের প্রতিনিধির থাকার জন্য গতবারের মতো এবারেও দিল্লির বিভিন্ন হোটেল বুকিং করা হয়েছে। বিদেশি অতিথিদের হোটেল থেকে যশোভূমি-তে যেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষ ট্রাফিক অ্যাডভাইজারি দিয়েছে দিল্লি পুলিশ।

Next Article