Parliament Budget Session Highlights: ২০০৪- ১৪ দুর্নীতির দশক, নাম না করে কংগ্রেসকে খোঁচা মোদীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 08, 2023 | 7:10 PM

Parliament Budget Session Highlights: আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আদানি ইস্যুতে আলোচনার দাবিতে অনড় বিরোধীরা।

Parliament Budget Session Highlights: ২০০৪- ১৪ দুর্নীতির দশক, নাম না করে কংগ্রেসকে খোঁচা মোদীর
সৌজন্যে: সাংসদ টিভি

Follow Us

নয়া দিল্লি: আদানি-হিন্ডেনবার্গে ইস্যুর আঁচ পৌঁছেছে সংসদের অধিবেশনেও। সংসদে আদানির শেয়ার কারচুপি নিয়ে আলোচনার দাবি জানিয়েছে একাধিক বিরোধী দল। কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী দলের সাংসদরা দুই কক্ষেই আদানি ইস্যুতে আলোচনার দাবিতে মুলতবি প্রস্তাব দিয়েছে গত কয়েকদিনের অধিবেশনে। গতকালও আদানি ইস্যু নিয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার মুলতুবি হয়ে যায় অধিবেশন। এদিকে আজ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা দেওয়ার কথা সংসদে। আজ সারাদিন সংসদে কী কী হল তার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন এক নজরে-

  1. রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার দিকে মনোনিবেশ করছি। স্বাধীনতার ১০০ বছর উদযাপন করব আমরা: লোকসভায় প্রধানমন্ত্রী মোদী
  2. আজ ত্রিপুরা লক্ষ লক্ষ পরিবার পাকা বাড়ি পেয়েছে। ত্রিপুরা এখন দ্রুত গতিতে ভারতীয় বিকাশযাত্রায় অংশীদার হয়েছে।
  3. সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছিল। অনেকেই সেইদিকে নজর দেননি। সেই সময় শ্রীনগরে বহু দশক ধরে থিয়টর হাউসফুল ছিল: মোদী
  4. একসময় কেউ কেউ বলতেন তেরঙ্গা উত্তোলনে জম্মু ও কাশ্মীরে শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সময়ের মজা দেখুন। এখন তাঁরাই তেরঙ্গা যাত্রায় বেরিয়েছিলেন: মোদী
  5. যাঁরা সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে ফিরে এসেছেন তাঁরা নিশ্চয়ই দেখেছেন যে আপনি কীভাবে জম্মু ও কাশ্মীরে যেতে পারেন। আমিও লাল চৌকে জাতীয় পতাকা উত্তোলনের সংকল্প নিয়ে জম্মু ও কাশ্মীরে যাত্রা শুরু করেছিলাম। তখন সন্ত্রাসবাদীরা পোস্টার লাগিয়ে লিখেছিল, ‘দেখতে হ্যায়, কিসনে মা কা দুধ পিয়া হ্যায় জো লাল চক আকে তিরাঙ্গা ফেহরা পায়ে’। সেইদিন আমি বলেছিলাম আতঙ্কবাদী কান খুলে শুনে রাখো ২৬ জানুয়ারি ঠিক ১১ টায় লাল চৌকে বিনা নিরাপত্তায়, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া আসব। আর লাল চৌকেই সিদ্ধান্ত নেওয়া হবে কে মায়ের দুধ পান করেছে  : মোদী
  6. গত ৭০ বছরে ৭০ টি বিমানবন্দর হয়েছে। আর গত ৯ বছরেই হয়েছে ৭০ টি: মোদী
  7. এক সময় ছিল যেভাবে ব্রিটিশরা ছেড়ে গিয়েছিল সেভাবেই রয়ে গিয়েছিল রেল। তখন রেল মানেই ছিল, দুর্ঘটনা, লেট লতিফ। তখন কাহিনী রচনা হয়েছিল, রেলওয়ে মানে লেট লতিফ। এক সময় ছিল যখন এক মাসে বারবার রেল দুর্ঘটনার খবর আসত। কিন্তু এখন এসে গিয়েছে বন্দে ভারত। এখন প্রত্য়েক সাংসদ চিঠি লেখেন, আমাদের এখানে বন্দে ভারত চালু করুন :  মোদী
  8. ২০১৪ সালে ১ জিবি ডেটার মূল্য ছিল ৫০ টাকা। এখন তা শুধুমাত্র ১০ টাকা। হিসেব করে দেখলে প্রতি ব্যক্তির ৫ হাজার টাকা করে সাশ্রয় হচ্ছে : মোদী
  9. ভোট ব্যাঙ্কের রাজনীতি দেশের ক্ষতি করেছে, ভারতের উন্নয়নকে বিলম্বিত করেছে; মধ্যবিত্তদের দীর্ঘ সময় ধরে উপেক্ষা করা হয়েছে। তবে এনডিএ সরকার তাঁদের সুরক্ষা দিয়েছে: প্রধানমন্ত্রী মোদী
  10. কোটি কোটি মানুষের আস্থা আমার সুরক্ষা কবচ, আপনাদের গালিগালাজ, অভিযোগের মাধ্যমে তা ভঙ্গ করা যাবে না: বিরোধীদের উদ্দেশে মোদী
  11. গতকাল যাঁরা ফুটপাত, ঝুপড়িতে দিন কাটাতে বাধ্য ছিলেন সেইরকম ৩ কোটিরও বেশি মানুষ পাকা বাড়ি পাচ্ছেন। ৯ কোটি মানুষকে বিনামূল্যে গ্যাস দেওয়া হচ্ছে। ১১ কোটি বোন ইজ্জত ঘর, শৌচালয় পেয়েছেন। ৮ কোটি পরিবার নল থেকে জল পেয়েছে। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে ২ কোটি পরিবার সাহায্য় পেয়েছে। তাঁদের জীবন বেঁচে গিয়েছে। সমস্যার সময় মোদীই তাঁদের কাজে এসেছে। আপনাদের গালিগালাজকে এই কোটি কোটি গালি গালাজের সম্মুখীন হতে হবে : মোদী
  12. সংবাদপত্রের শিরোনাম বা টিভিতে ঝলমলে চেহারা ও  দৃশ্যের কারণে নয়, দেশের নাগরিকদের জন্য আমার বছরের পর বছর উৎসর্গের কারণে মোদীর প্রতি মানুষের আস্থা রয়েছে: লোকসভায় প্রধানমন্ত্রী
  13. ২০১৪ সাল থেকে তাঁরা বিভিন্ন উপলক্ষে বলে যাচ্ছেন ভারত দুর্বল হয়ে পড়ছে। ভারতের কথা কেউ শোনে না। বিশ্বে ভারতের কোনও গুরুত্বই নেই। আরও কত কী বলেছেন। তাঁরা এখন বলছেন, ভারত এখন এতটা মজবুত হয়ে গিয়েছে যে অন্য দেশগুলিকে ধমক দিয়ে সিদ্ধান্ত নির্ধারণ করছে। প্রথমে এটা ঠিক করুন ভারত দুর্বল হল নাকি শক্তিশালী : মোদী
  14. তাঁরা নিরাশ হয়ে থাকার কারণে এও বুঝতে পারে না যে তাঁরা স্ববিরোধিতা করে। কখনও এক কথা, আবার কখনও অন্য কথা বলে যায়। তাঁদের নিজেদের ভিতরের বিরোধিতা সুর পরীক্ষা করা উচিত : মোদী
  15. এখানকার কিছু মানুষের হার্ভার্ড অধ্যয়নের প্রতি উন্মাদনা রয়েছে। কোভিডের সময় বলা হয়েছিল, ভারতে ধ্বংসযজ্ঞ নিয়ে একটি কেস স্টাডি করা হবে। বছরের পর বছর ধরে হার্ভার্ডে একটি গুরুত্বপূর্ণ গবেষণা করা হয়েছে এবং গবেষণার বিষয় ‘ভারতের কংগ্রেস পার্টির উত্থান ও পতন’। শুধু হার্ভার্ডই নয় কংগ্রেসের পতন নিয়ে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়েও গবেষণা অবশ্যই হয়েছে : প্রধানমন্ত্রী মোদী
  16. আমি ভেবেছিলাম নির্বাচনের ফলাফল এই ধরনের (বিরোধী) লোকদের একটি মঞ্চে একত্রিত করবে কিন্তু তা হয়নি। তাদের ইডিকে ধন্যবাদ দেওয়া উচিত যে এর কারণে তারা এখন একত্রিত হয়েছে: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  17. দেশের আর্থিক প্রগতির খবর এলে,  বিশ্বের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান ভারতের অর্থনীতির গৌরব তুলে ধরলে এখান থেকে বেরিয়ে আরবিআই-কে, ভারতের অর্থ ব্যবস্থাকে গালি দাও: মোদী
  18. গণতন্ত্রকে মজবুত করে তোলার জন্য আলোচনা থাকা উচিত। আমি অপেক্ষা করেছিলাম কেউ অনন্ত কষ্ট করে এসে আলোচনা করবে। কিন্তু ৯ বছর কোনও আলোচনা হয়নি। শুধু দোষারোপ,গালিগালাজ করা হয়েছে। নির্বাচনে হেরে গেলে ইভিএম খারাপ। দিয়ে দাও গালি দাও। নির্বাচনে হেরে গেলে নির্বাচন কমিশনারকে গালি দিয়ে দাও। আদালতে নিজের পক্ষে মামলা না আসলে সুপ্রিম কোর্টকে গালি দিয়ে দিচ্ছে। যদি দুর্নীতির তদন্ত করা হচ্ছে তাহলে সেই তদন্তকারী সংস্থাগুলিকে গালি দেওয়া হচ্ছে : মোদী
  19. যারা অহংকারে মত্ত এবং মনে করেন যে কেবল মাত্র তাঁদেরই জ্ঞান আছে, তাঁরা মনে করেন যে কেবল মোদীকে গালি দিলেই একটি পথ বেরিয়ে আসবে, কেবল মাত্র মোদীর বিরুদ্ধে মিথ্যা, অযৌক্তিক কাদাছোঁড়ার মাধ্যমেই একটি পথ প্রশস্ত হবে। ২২ বছর হয়ে গেছে, এখনও তাদের মধ্যে ভুল ধারণা রয়েছে: লোকসভায় প্রধানমন্ত্রী মোদী
  20. শিক্ষাক্ষেত্রেও ভারত যথেষ্ট উন্নতি করেছে। এই প্রথমবার উচ্চ শিক্ষায় ৪ কোটির বেশি এনরোলমেন্ট হয়েছে।  শুধু তাই নয় এর মধ্যে প্রযুক্তিতেও এগিয়েছে ভারত। দেশে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিক্যাল কলেজের সংখ্যা উচ্চ গতিতে বৃদ্ধি পাচ্ছে: মোদী
  21. আজ ভারত মোবাইল প্রস্তুতিতে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে। পুনর্নবীকরণ শক্তির ক্ষমতার দিক থেকে ভারত বিশ্বে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছে : মোদী
  22. ২০১০ সালে সিডব্লিউজি গেমস অনুষ্ঠিত হয়েছিল, এটি বিশ্বের কাছে ভারতের তরুণদের শক্তি প্রদর্শনের একটি বড় সুযোগ ছিল। তবে কেলেঙ্কারির কারণে ভারত বিশ্বে কুখ্যাত হয়ে ওঠে। ২০১৪ সালের আগের দশকটি হারিয়ে যাওয়া দশক হিসাবে পরিচিত হবে এবং আমরা অস্বীকার করতে পারি না, ২০৩০ এর দশকটি ভারতের দশক: প্রধানমন্ত্রী মোদী
  23. এত কম সময়ে, করোনার সঙ্কটকালের মধ্যে দেশে ১০৮ টি ইউনিকর্ন তৈরি হয়েছে। আর ১ টি ইউনিকর্নের মূল্য ৬-৭ হাজারের বেশি। এই দেশের যুব প্রজন্ম তা করে দেখিয়েছে : মোদী
  24. ভারতে এখন ৯০ হাজার স্টার্ট আপ সংস্থা। আর এই স্টার্ট আপের দিক থেকে ভারত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে : মোদী
  25. হতাশায় ডুবে থাকা কিছু লোক দেশের অগ্রগতি মেনে নিতে পারছে না। তারা দেশের মানুষের অর্জন দেখতে পায় না। এটি দেশের ১৪০ কোটি মানুষের প্রচেষ্টার ফল যার কারণে ভারত একটি নাম তৈরি করছে। তারা এসব অর্জন দেখছে না: প্রধানমন্ত্রী
  26. ভারতের ডিজিটাল অবকাঠামো যে গতিতে তার শক্তি দেখিয়েছে এবং আধুনিকতার দিকে পরিবর্তন এনেছে – সমগ্র বিশ্ব তা অধ্যয়ন করা হচ্ছে। আমি জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বালিতে ছিলাম। ডিজিটাল ইন্ডিয়া সর্বত্র প্রশংসিত হচ্ছে এবং দেশ কীভাবে এটি করছে তা নিয়ে কৌতূহল জেগেছে সবার মধ্যে: প্রধানমন্ত্রী
  27. করোনাকালে মেড ইন ইন্ডিয়া ভ্য়াকসিন তৈরি হয়েছে। ভারত বিশ্বে সবথেকে বড় টিকাকরণ অভিযান চালিয়েছে। নিজেদের কোটি কোটি নাগরিককে বিনামূল্যে টিকাকরণ করিয়েছে ভারত। শুধু তাই নয় ১৫০-র বেশি দেশে যেখানে যেরকম প্রয়োজন পড়েছে আমরা ওষুধ, টিকা পাঠিয়েছি: মোদী
  28. ইউপিএ-র ট্রেডমার্ক ছিল ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিটি সুযোগকে সংকটে পরিণত করা: লোকসভায় প্রধানমন্ত্রী মোদী
  29. স্বাধীনতার ইতিহাসে ২০০৪-২০১৪,  এই দশক সবথেকে দুর্নীতির দশক ছিল। গত ১০ বছরে জম্মু- কাশ্মীর থেকে উত্তর-পূর্ব পর্যন্ত শুধু হিংসাই ছিল। সেই সময় সকল নাগরিক ভয়ে দিন কাটাতেন। তখন তাঁরা কোনও অজানা বস্তুতে হাত দিতে ভয় পেতেন। খবরে বলা হত, অজানা কিছু থাকলে তা থেকে দূরে থাকবেন। ১০ বছরে ভারতের আওয়াজ গ্লোবাল প্ল্যাটফর্মে এতটাই দুর্বল ছিল যে কেউ শুনতে প্রস্তুত ছিলেন না : লোকসভায় প্রধানমন্ত্রী মোদী
  30. কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদী সংসদে বলেন, “বেকারত্ব দূরীকরণের নামে তাঁরা শুধু একটি আইন দেখিয়েছে। ২০০৪-২০১৪ ছিল কেলেঙ্কারি ও সহিংসতার দশক।”
  31.  ২০০৪ থেকে ২০১৪ সালে ভারতের অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ইউপিএ সরকারের ১০ বছরে মূল্যবৃদ্ধি ছিল ডাবল ডিজিটে, তাই যখন ভাল কিছু ঘটে তখন তাঁদের হতাশা বা দুঃখ বেড়ে যায়। দেশের স্বাধীনতার ইতিহাসে ২০০৪-২০১৪ সাল ছিল কেলেঙ্কারিতে ভরা। গত ১০ বছরে সারা দেশে সন্ত্রাসী হামলা হয়েছে: প্রধানমন্ত্রী মোদী
  32. ভারতে এক দুই দশক ধরে অস্থিরতা ছিল। এখন দেশে স্থিতিশীল এবং নির্ণায়ক সরকার রয়েছে : মোদী
  33. আজ, বিশ্বের সমস্ত বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, সমস্ত বিশেষজ্ঞ যারা বিশ্বব্যাপী প্রভাবগুলি গভীরভাবে অধ্যয়ন করেন এবং ভবিষ্যতের জন্য ভবিষ্যদ্বাণী করতে পারেন, তাঁরা ভারতের জন্য খুব আশাবাদী এবং উত্তেজিত। কেন এমন হচ্ছে? সারা বিশ্ব কেন ভারতের দিকে তাকিয়ে আছে? ভারতের স্থিতিশীলতা, বিশ্বে এর স্থিতিশীলতা, ক্রমবর্ধমান সক্ষমতা এবং এখানে উদ্ভূত নতুন সম্ভাবনার মধ্যে এর উত্তর লুকিয়ে রয়েছে: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  34. ১৪০ কোটির মধ্যে কেউ এটা নিয়ে দুঃখিত হতে পারে না। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আত্মনিরীক্ষণ করা উচিত যে কারা এই বিষয়ে দুঃখ করছেন।”
  35. আজ সারা বিশ্বে ভারতের জন্য ইতিবাচকতা, আশা, আস্থা রয়েছে। এটা আনন্দের বিষয় যে আজ ভারত জি২০ প্রেসিডেন্সির সুযোগ পেয়েছে। এটা দেশের জন্য, ১৪০ কোটি ভারতবাসীর জন্য গর্বের বিষয়। কিন্তু আমি মনে করি এর জন্যও কিছু মানুষের দুঃখ হচ্ছে: প্রধানমন্ত্রী মোদী
  36. মহামারি, বিভক্ত বিশ্ব এবং যুদ্ধের কারণে ধ্বংস বেশ কয়েকটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বেশ কয়েকটি দেশে তীব্র মূল্যবৃদ্ধি, বেকারত্ব, খাদ্য সংকট রয়েছে। কোন ভারতীয় গর্ব করবে না যে এমন সময়েও দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি? : মোদী
  37. আমার আশঙ্কা ছিল, রাষ্ট্রপতির ভাষণের সঙ্গে সহমত পোষণ করবেন না এরকম অনেকেই থাকবেন। কিন্তু আমি খুশি, কেউ বিরোধিতা করেনি। সবাই স্বীকার করেছেন : মোদী
  38. রাষ্ট্রপতি তাঁর ভাষণে কী বলেছিলেন তা আমি একবার পুনরাবৃত্তি করছি। তিনি বলেছিলেন, “যে ভারত আগে নিজেদের সমস্যা সমাধানের জন্য বিশ্বের নির্ভরশীল থাকত,  এখন এখন বিশ্বের অন্যান্য দেশ বিভিন্ন বিষয়ে সমাধানের জন্য সেই ভারতের দিকেই তাকিয়ে থাকে। রাষ্ট্রপতি আরও বলেছিলেন, যার জন্য দেশবাসী গত কয়েক দশক ধরে অপেক্ষারত ছিলেন তা তারা এখন পেয়েছেন। সরকারি বিভিন্ন প্রকল্পে দুর্নীতি থেকে দেশ মুক্তি চাইছিলেন তা আজ তাঁরা পেয়েছেন” : মোদী
  39. রাষ্ট্রপতির ভাষণে কারোর কোনও সমস্যা ছিল না। তা নিয়ে কেউ আলোচনা করেনি: মোদী
  40. যখন রাষ্ট্রপতির ভাষণ চলছিল, তখন কিছু লোক তা এড়িয়ে গিয়েছিলেন। একজন বড় নেতা এমনকী রাষ্ট্রপতিকে অপমানও করেছিলেন। জনজাতি সম্প্রদায়ের প্রতি তাঁদের কী চিন্তাভাবনা তা প্রকাশ্যে এসে গিয়েছে। এতদিন তা ভিতরে চাপা ছিল। জনজাতি সম্প্রদায়ের প্রতি তাঁদের ঘৃণা প্রদর্শন করেছিলেন। টিভিতে যখন এ ধরনের কথা বলা হয়, তখন ভেতরের গভীরে ঘৃণার ভাব ফুটে ওঠে। পরে চিঠি লিখে নিজেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল: প্রধানমন্ত্রী
  41. আমি গতকাল দেখছিলাম। কয়েকজনের বক্তৃতার পরে কিছু লোক আনন্দের সঙ্গে বলছিল, “ইয়ে হুই না বাত। হয়তো তাঁদের ভাল ঘুম হয়েছিল এবং (সময়মতো) ঘুম থেকে উঠতেও পারেননি। তাঁদের জন্য বলা হয়েছে, ‘ইয়ে কেহ কেহ কে হাম দিল কো বেহলা রাহে হ্যায়, ও আব চল চুকে হ্যায়, ও আব আ রাহে হ্যায়’: প্রধানমন্ত্রী
  42. গতকাল লোকসভায় কিছু মানুষের মন্তব্যের পর গোটা ‘ইকোসিস্টেম’ এবং তাদের সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন: প্রধানমন্ত্রী মোদী
  43. রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের গৌরব বৃদ্ধি করেছেন। আজ স্বাধীনতার বেশ কয়েক বছর পরে উপজাতি সম্প্রদায়ের মধ্যে গর্ববোধ রয়েছে এবং তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এর জন্য দেশ ও সংসদ তাঁর কাছে কৃতজ্ঞ: লোকসভায় প্রধানমন্ত্রী মোদী
  44. তাঁর দূরদর্শী ভাষণে রাষ্ট্রপতি আমাদের এবং কোটি কোটি ভারতবাসীকে পথ দেখিয়েছেন। প্রজাতন্ত্রের প্রধান হিসাবে তাঁর উপস্থিতি ঐতিহাসিক এবং দেশের কন্যা ও বোনদের জন্য অনুপ্রেরণাদায়ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  45. মোদীর ভাষণের আগেই বিশৃঙ্খলা সংসদে।
  46. এ দিন লোকসভায় পশ্চিমবঙ্গের চা বাগান ও তার কর্মীদের করুণ অবস্থার কথা তুলে ধরেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গোটা বিশ্বে দার্জিলিংয়ের চায়ের নাম রয়েছে। টি বোর্ডের অবস্থার ধীরে ধীরে অবনতি হচ্ছে। সদস্যদের বদলি করে দেওয়া হচ্ছে। অফিসের আয়তন কমে গিয়েছে। এর ফলে ৬০ শতাংশ কর্মীদেরই বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। চা বাগানের কর্মীদের অবস্থা সত্যিই খুব খারাপ। তাই আমার মনে হয়ে এখানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথভাবে কোনও পদক্ষেপ করা উচিত যাতে কর্মীদের কোনও সুরাহা হয়।” এর প্রেক্ষিতে ব্যবসা ও বাণিজ্যের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল বলেছেন, “টি ডেভেলপমেন্ট ও প্রোমোশনের অধীনে ছোটো ও বিভিন্ন ধরনের চা বাগানের কর্মীদের একাধিক সুবিধা দেওয়া হচ্ছে।” তিনি জানিয়েছেন, কোনও চা বাগান ৩ থেকে ৫ বছরে যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে তা খতিয়ে দেখা হবে কেন্দ্রের তরফে।
  47. লোকসভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ‘আপত্তিকর’ ভাষা ব্যবহার করা নিয়ে বিজেপি সাংসদ হেমা মালিনী এ দিন বলেন, “বিরোধীদের উচিত তাদের জিহ্বা নিয়ন্ত্রণ করা উচিত। তাঁদের অতিরিক্ত উত্তেজিত এবং আবেগপ্রবণ হওয়া উচিত নয়। প্রতিটি সংসদ সদস্য একজন সম্মানিত ব্যক্তি। “
  48. এলআইসি ও এসবিআইয়ের অতিরিক্ত হোল্ডিং নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভায় মুলতবি প্রস্তাব দিলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।
  49. আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  50. গতকাল দিল্লির যন্তর-মন্তরে LIC ভবনের সামনে গলায় কালো কাপড় বেঁধে ধর্না দেন তৃণমূলের সাংসদরা। তারপর আজ সকালে SBI অফিসের সামনে ধর্না প্রদর্শন করছেন তৃণমূলের সাংসদরা। SBI অফিসের সামনে স্লোগান উঠেছে, ” এসবিআই চেয়ারম্যান কো অ্যারেস্ট করো। আদানি কো অ্যারেস্ট করো।”
Next Article