ওয়াশিংটন: আমেরিকার আকাশে চিনের রহস্যজনক বেলুন (China Spy Balloon) নিয়ে চলছে বিস্তর জলঘোলা। এরই মাঝে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। জানা গেল, শুধু আমেরিকা নয়, অন্যান্য একাধিক দেশে নজর রাখছিল চিনা স্পাই বেলুন। এরমধ্য়ে ভারতও রয়েছে। সম্প্রতিই মার্কিন একটি রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, ভারত, জাপান সহ একাধিক দেশকে নিশানা বানিয়েছিল চিনা স্পাই বেলুন। আমেরিকার আকাশে যে বেলুনটিকে উড়তে দেখা গিয়েছিল, তাও নজরদারির জন্য ছিল। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে প্রতিরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আকাশ থেকে নজরদারি ও গোপন তথ্য সংগ্রহ করছিল ওই রহস্যজনক বিমান।
চিনের রহস্য়জনক বেলুন নজরে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়েছিল। শনিবার মার্কিন সেনা যুদ্ধবিমান থেকে মিসাইল ছুড়ে ওই বেলুনকে নামানো হয়। রহস্যজনক বেলুনটি দক্ষিণ ক্যারোলিনার উপকূলে আটলান্তিক মহাসাগরের উপরে পড়ে। মঙ্গলবার মার্কিন নৌসেনা ওই বেলুনের অবশিষ্টাংশ উদ্ধার করে। ওই বেলুনের ভিতর থেকে বিমানের যন্ত্রাংশ মিলেছে। ওই যন্ত্রাংশ ব্যবহার করে নজরদারি করা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।
মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই ভারত, জাপান সহ বন্ধু দেশগুলিকে চিনের নজরদারি বেলুন সম্পর্কে অবগত করা হয়েছে। সোমবারই ওয়াশিংটনের শীর্ষ আধিকারিকরা ৪০টি দেশের দূতাবাসের আধিকারিকদের চিনা বেলুনের গতিবিধি সম্পর্কে জানান।