সরকার গঠনের পর প্রথম সংসদ অধিবেশন। আজ সংসদে বিশেষ দিন, কারণ যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখবেন তিনি। উপস্থিত রয়েছেন শাসক ও বিরোধী দলের সাংসদরা।
সংবিধানের উপরে হামলা হয়েছে একাধিকবার। আজ ২৭ জুন। ১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থা ঘোষণা সংবিধানে আক্রমণ ছিল। আমাদের সরকার চেষ্টা করে সংবিধান যেন জনচেতনার অংশ হয়। জম্মু-কাশ্মীরে সংবিধান লাগু হয়েছে।
আমাদের গণতন্ত্রকে ক্ষতি করার অনেক প্রচেষ্টা হয়েছে। ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হত। তার বদলে ইভিএম আনা হয়েছে। আজকের সময়ে প্রযুক্তির উন্নতি হচ্ছে। কিন্তু প্রযুক্তির অপব্যবহার বিপজ্জনক। মানবকেন্দ্রিক অ্যাপ্রোচ রাখে ভারত। বিভিন্ন দেশকে বিপদে সাহায্য করেছে ভারত। বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলেছে ভারত সম্পর্কে। তা সম্প্রতি জি-৭ বৈঠকে দেখেছি আমরা। জি২০-তেও ভারত বিশেষ ছাপ রেখেছে।
নালন্দা ইউনিভার্সিটি ফের চালু করা হয়েছে। ভারতের গৌরবের প্রমাণ নালন্দা। আস্থা ও আধ্য়াত্মিকতার কেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে। ভগবান বীরসা মুণ্ডার জন্মদিনকে জনজাতি দিবস হিসাবে পালন করা হচ্ছে। এক ভারত, শ্রেষ্ঠ ভারতের ধারণায় কাজ চলছে। আজ অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। ডিজিটাল পেমেন্টে বিশেষ উচ্চতায় পৌঁছেছে, চন্দ্রযানের সাফল্য নিয়ে গর্ব হওয়া উচিত, এত বড় নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করার জন্য গর্ব করা উচিত।
অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা। ১ জুলাই থেকে ন্যায় সংহিতা চালু হবে। ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে। সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে।
পরীক্ষায় কোনও কারণে বাধা তৈরি হওয়া উচিত নয়। সম্প্রতি কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে। আগে অনেক রাজ্যেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করতে হবে। সংসদেও কঠোর আইন আনা হয়েছে।
দেশের প্রতিরক্ষা ক্ষেত্র মজবুত হয়েছে। এপ্রিলে জিএসটি কালেকশন ২ লক্ষ কোটি পার করেছে। ফিলিপিন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। উত্তর প্রদেশ ও তামিলনাড়ুতে ডিফেন্স করিডর তৈরি হচ্ছে। সৈনিকদের হিতের জন্য চার দশক পরে ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন চালু হয়েছে। কর্তব্যপথে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর জন্য। যুবদের আত্মনির্ভর করা হচ্ছে। পড়ুয়াদের জন্য রাষ্ট্রীয় শিক্ষা নীতি আনা হয়েছে। মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। আইআইটি, মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। সরকার ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে কাজ করছে। স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি হচ্ছে।
সুকন্যা সম্মৃদ্ধি যোজনা, বিনামূল্যে রেশন, কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুতের খরচ কমানো ও বিদ্যুৎ বিক্রির সুযোগ দেওয়া হচ্ছে। বিকশিত ভারতে নির্মাণ তখনই সম্ভব যখন নারী, যুব, কৃষকদের উন্নতি হবে। সরকারের লক্ষ্যও সেটাই। কেউ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার লক্ষ্যে কাজ করছে। ১০ বছরে পিছিয়ে পড়া শ্রেণি, আদিবাসী সমাজের জন্য কাজ করা হয়েছে। সরকার শ্রমশক্তির সম্মানে কাজ করছে। সামাজিক সুরক্ষা যোজনাকে একত্রিত করা হচ্ছে। দুর্ঘটনা ও জীবনবিমার কভারেজ বাড়ানো হচ্ছে। বাবা আম্বেদকর মনে করতেন, সমাজের নিচু স্তরের উপরে দেশের উন্নয়ন নির্ভর করে।
বুলেট ট্রেনের করিডরের জন্য কাজ চলছে। উত্তর-পূর্ব ভারতের বিকাশের জন্য ৪ গুণ বরাদ্দ বাড়ানো হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনের বিকাশ হয়েছে। অসমে সেমি-কন্ডাক্টর কারখানা তৈরি হচ্ছে। উত্তর-পূর্বে শান্তি ফেরাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে। মহিলা ক্ষমতায়নে কাজ করা হয়েছে। নারীশক্তি বন্ধন অধিনিয়মের শক্ত রয়েছে। বিগত এক দশকে মহিলাদের আর্থিক ক্ষমতা বেড়েছে। আবাস যোজনাও হচ্ছে। লাখপতি দিদি বানানোর জন্য অভিযান চলছে। সরকার চায়, মহিলাদের আয় ও সম্মান বাড়ুক। নমো ড্রোন দিদি যোজনাতেও কাজ চলছে। ড্রোন দেওয়া হচ্ছে, ড্রোন পাইলটের প্রশিক্ষণের কাজ চলছে। কৃষি সখীদের আধুনিক কৃষিকাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আজকের ভারত বিশ্বকে সমাধান দেয়। জলবায়ু পরিবর্তন, খাদ্য সুরক্ষা সহ একাধিক বিষয়ে বিশ্ববন্ধু হিসাবে বিভিন্ন দেশকে সমাধান দিয়েছে ভারত। ২০২৩ সালে আন্তর্জাতিক মিলেট বর্ষ পালন করা হয়েছে। সম্প্রতি যোগ দিবস পালিত হয়েছে। সরকার পুনর্নবিকরণ শক্তির উপরে বিশেষ জোর দিয়েছে। অন্যান্য দেশকে অনুপ্রাণিত করছে ভারত। আগামিদিন গ্রিন এরা হবে। এর জন্য সরকার যাবতীয় পদক্ষেপ করছে। গ্রিন মোবিলিটি নিয়ে কাজ করছে। উন্নত জীবনযাত্রা তৈরিতে কাজ হচ্ছে। প্রচুর বিনিয়োগ হচ্ছে। ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম আবাসন মার্কেট। আকাশযাত্রাও বেড়েছে। ১০ বছরে গণপরিবহন উন্নত হয়েছে। বন্দে মেট্রোর কাজ চলছে। পরিকাঠামোর কাজ চলছে। পিএম গ্রামীণ সড়ক যোজনা ৩ লক্ষ ৮০ হাজার কিমি রাস্তা তৈরি হয়েছে।
কৃষকদের আর্থিক সুবিধার জন্য পিএম কিসান সম্মান নিধির অধীনে ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। সরকার খরিফ ফসলে এমএসপি-তে রেকর্ড বৃদ্ধি করেছে। ভারতের কৃষিব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। দেশের কৃষকদের আত্মনির্ভর করা হচ্ছে। বৈশ্বিক চাহিদা অনুযায়ী কাজ হচ্ছে। অর্গানিক উৎপাদনের ডিমান্ড বাড়ছে। সরকার এর জন্য কাজ করছে।
২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে ৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। মহামারি ও বিশ্বের বিভিন্ন কোণে চলা যুদ্ধের মাঝেও ভারত এই সাফল্য় অর্জন করেছে। ভারত একাই বিশ্বের অর্থনীতির ১৫ শতাংশ কন্ট্রিবিউট করে। বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত করার চেষ্টা করছে এই সরকার। এই লক্ষ্যপ্রাপ্তি বিশকিত ভারতের ভিতকে মজবুত করতে সাহায্য করবে। উৎপাদন, সার্ভিসিং ও কৃষিক্ষেত্রে জোর দিচ্ছে সরকার। মিশন মোডে ইলেকট্রনিক, সেমিকন্ডাক্টর, গ্রিন এনার্জি সহ একাধিক ক্ষেত্রে বিস্তার হচ্ছে। সরকার সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে কাজ করছে। সরকার গ্রামীণ অর্থব্যবস্থাতেও বিস্তার করেছে। বিভিন্ন ভাণ্ডার যোজনায় কাজ চলছে।
এই লোকসভা অমৃতকালের শুরুতে গঠিত হয়েছে। এই লোকসভা স্বাধীনতার ৭৫ বছরের সাক্ষী হবে। আগামী সপ্তাহে এই সরকার বাজেট পেশ করতে চলেছে। এই বাজেটে অনেক ঐতিহাসিক পদক্ষেপ করা হবে। রিফান্ডের গতি আরও দ্রুত হবে। রাজ্য-কেন্দ্রের সামঞ্জস্যে কাজ হবে। রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মের নীতিতে ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম অর্থনীতিতে পরিণত হয়েছে। বিগত ১০ বছরে ভারতের অর্থনীতি ১১ নম্বর স্থান থেকে ৫ নম্বরে উঠে এসেছে।
প্রথমবার এই লোকসভা নির্বাচনে বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। আমি নির্বাচনের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন দেখছে। লোকসভা নির্বাচনের চর্চা গোটা দেশে হচ্ছে। তৃতীয়বার বহুমত নিয়ে সরকার গঠন করেছে। ভারতের জনগণের বিশ্বাস, তাদের আকাক্ষ্মা এই সরকারই পূরণ করতে পারে। এই নির্বাচন নীতি, নির্ণয়ের নির্বাচন ছিল। মজবুত ও নির্ণায়ক সরকারে বিশ্বাস, সুশাসন, স্থিরতায় বিশ্বাস, কঠোর পরিশ্রম ও সততায় বিশ্বাস, বিকশিত ভারতে বিশ্বাস। এই সরকার ১০ বছর ধরে যে সুশাসন করেছে, তার উপরে সিলমোহর।
মাননীয় সদস্যগণ, আমি সকল নবনির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানাই। আপনারা সকলে জনগণের বিশ্বাস জিতে এসেছেন। দেশসেবা ও জনসেবার এই সৌভাগ্য খুব কম জনের হয়। আমি বিশ্বাস রাখি, আপনারা এই দায়িত্ব পালন করবেন। ১৪০ কোটি মানুষের সেবা করবেন। ওম বিড়লাজীকেও শুভেচ্ছা জানাই স্পিকার পদে নির্বাচিত হওয়ার জন্য। দেশের ৬৪ কোটি ভোটারদেরও অভিনন্দন জানাই। জম্মু-কাশ্মীরে ভোটিং রেকর্ড ভেঙেছে।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হল।
#WATCH | President Droupadi Murmu being accorded the Guard of Honour upon her arrival at the Parliament. She will address a joint session of both Houses shortly. pic.twitter.com/DDPM3o3Ydi
— ANI (@ANI) June 27, 2024
সংসদে এলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তিনি বলেন, “এটা ট্রাডিশন। প্রতিবার হয়। আমাদের সাংসদরা রাষ্ট্রপতির কথা শুনবে।”
On SP MP RK Chaudhary’s remark on Sengol, SP chief and MP Akhilesh Yadav says, “I think our MP might be saying that because when it (Sengol) was installed, the PM had bowed before it. He perhaps forgot it while taking oath. Maybe my SP said that to remind him of it…When the PM… https://t.co/e1jKRcSNLK
— ANI (@ANI) June 27, 2024
রাষ্ট্রপতি ভবন থেকে সংসদের উদ্দেশে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি আজ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
#WATCH | President Droupadi Murmu leaves from the Rashtrapati Bhavan for the Parliament building.
She will address a joint session of both Houses shortly. pic.twitter.com/iTRi1Txk3h
— ANI (@ANI) June 27, 2024