AC-তেও দরদর করে ঘামাচ্ছিলেন, হঠাৎ উল্টে গেল চোখ, বুক চেপে…ব্যাঙ্ককর্মীর মর্মান্তিক পরিণতি

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 27, 2024 | 12:39 PM

Heart Attack: একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন রাজেশ শিন্ডে নামক ওই যুবক। গত ১৯ জুন দুপুরে অফিসে বসে কাজ করছিলেন ওই যুবক। হঠাৎই অসুস্থবোধ করেন ওই যুবক। এসিতে বসেও দরদর করে ঘামতে শুরু করেন।

AC-তেও দরদর করে ঘামাচ্ছিলেন, হঠাৎ উল্টে গেল চোখ, বুক চেপে...ব্যাঙ্ককর্মীর মর্মান্তিক পরিণতি
এভাবেই মৃত্যু হয় ওই যুবকের।
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: বয়স মেরেকেটে ৩০। তরতাজা যুবক। চাকরি করেন ব্যাঙ্কে। বিশেষ কোনও শারীরিক অসুস্থতাও ছিল না। কিন্তু কয়েক মিনিটেই শেষ হয়ে গেল সবকিছু।  ব্যাঙ্কে কাজ করার সময়ই আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হল কর্মীর। গোটা ঘটনায় আরও একবার উদ্বেগ তৈরি হয়েছে যুব প্রজন্মের শারীরিক সুস্থতা নিয়ে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মাহোবায়। একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন রাজেশ শিন্ডে নামক ওই যুবক। গত ১৯ জুন দুপুরে অফিসে বসে কাজ করছিলেন ওই যুবক। হঠাৎই অসুস্থবোধ করেন ওই যুবক। এসিতে বসেও দরদর করে ঘামতে শুরু করেন। কিছু বোঝার আগেই হঠাৎ বুকে ব্যথা হয়। এরপরই সংজ্ঞা হারায় যুবক।

আশেপাশে থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তাঁর চোখেমুখে জল দেন। সিপিআর-ও দেওয়া হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসায় সাড়া না দেওয়ায়, তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিক অল্প বয়সীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। চলতি মাসেই মুম্বইয়ে ৪২ বছরের এক ব্যক্তি ক্রিকেট খেলার মাঝে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গত মাসে উত্তর প্রদেশের বারাণসীতে ৩২ বছরের এক যুবকের মৃত্যু হয় জিমে শরীরচর্চা করার সময়ে।

Next Article