Parliament Updates: মণিপুর ইস্যুতে রাজ্যসভা থেকে ওয়াক-আউট বিরোধীদের, দুপুর ২টো অবধি মুলতুবি লোকসভা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 02, 2023 | 11:53 AM

Manipur Violence: সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে সিপিআই(এম) নেতা এলামারকম করিম বলেন, "এই বিল পাশ করা উচিত নয়। কারণ প্রথমত এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। দ্বিতীয়ত, সংসদে যেখানে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে, সেখানে এই বিল পেশ করার কোনও অর্থ নেই।"

Parliament Updates: মণিপুর ইস্যুতে রাজ্যসভা থেকে ওয়াক-আউট বিরোধীদের, দুপুর ২টো অবধি মুলতুবি লোকসভা
বিরোধীদের ওয়াক-আউটে ক্ষুব্ধ রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়।

Follow Us

নয়া দিল্লি: মণিপুর ইস্যু নিয়ে উত্তপ্ত চলতি বাদল অধিবেশন। সংসদের অধিবেশন শুরুর দিন থেকেই মণিপুরের হিংসার ঘটনা নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলগুলি। তবে আজ, বুধবারের অধিবেশনে মণিপুরের থেকেও বেশি ফোকাসে থাকবে দিল্লি অধ্যাদেশ বিল। আজই সংসদে এই বিল পাশ করানো হতে পারে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এই বিলের বিরোধিতা করবে। আজকের সংসদ অধিবেশনের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

 

  1. বিরোধীদের বিক্ষোভে দুপুর ২টো অবধি লোকসভা অধিবেশন স্থগিত করে দেওয়া হল।
  2. মণিপুর ইস্যু নিয়ে আলোচনা না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াক আউট করল বিরোধীরা।
  3. মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, প্রহ্লাদ জোশী, পিযূষ গয়াল, অনুরাগ ঠাকুর, নীতীন গড়করি, নির্মলা সীতারামন।
  4. কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান, আজ বিরোধী জোটের ২১ জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেবেন তাঁরা।
  5. অধিবেশন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের অফিসে বৈঠকে বসেন সম-মনস্ক বিরোধী নেতৃত্বরা। বৈঠকে উপস্থিত রয়েছেন শরদ পওয়ার ও ফারুক আবদুল্লাও।
  6. কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “মণিপুর ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি নয় বিরোধীরা। ওঁরা সংসদের আলোচনায় অংশ নিচ্ছেন না। সংসদকে ওঁরা গুরুত্ব দিচ্ছেন না, তাই আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। বিরোধীরা মণিপুরে যেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ বা রাজস্থানে যেতে পারে না।”
  7. আরজেডি নেতা মনোজ ঝা বলেন, “এটা শুধু দিল্লির জন্য বিল নয়, বরং কেন্দ্রের একটা পরীক্ষা-নিরীক্ষা। যদি এই পরীক্ষা সফল হয়, তবে অন্যান্য রাজ্যেও, যেখানে বিজেপি হেরেছে, সেখানে কার্যকর করা হবে।”
  8. সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে সিপিআই(এম) নেতা এলামারকম করিম বলেন, “এই বিল পাশ করা উচিত নয়। কারণ প্রথমত এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। দ্বিতীয়ত, সংসদে যেখানে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে, সেখানে এই বিল পেশ করার কোনও অর্থ নেই।”
  9. রাজ্যসভায় মঙ্গলবার তিনটি বিল পাশ করানো হয়। এই বিলগুলি হল জীব বৈচিত্র্য (সংশোধনী) বিল বা বায়োলজিক্যাল ডায়েভার্সিটি (অ্য়ামেন্ডমেন্ট) বিল ২০২৩, মাল্টি-স্টেট কোঅপারেটিভ সোস্যাইটি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৩ ও মিডিয়েশন বিল। ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পাশ করানো হয়।
Next Article