নয়া দিল্লি: চলতি সপ্তাহেই শেষ হয়ে যেতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বাধীন সংসদের বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আসন্ন ক্রিসমাস এবং নববর্ষ উৎসব উপলক্ষ্যেই শীতকালীন অধিবেশন নির্দিষ্ট সময়ের আগে শেষ করা হতে পারে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
এবছর শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল ৭ ডিসেম্বর। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশন চলার কথা ছিল। কিন্তু তার প্রায় সপ্তাহ খানেক আগেই, আগামী ২৩ ডিসেম্বর শীতকালীন অধিবেশন শেষ হয়ে যেতে পারে। জানা যাচ্ছে, উত্তর-পূর্বাঞ্চল এবং গোয়ার বহু বিরোধী সাংসদ রয়েছেন। তাঁদের রাজ্যে অন্যতম প্রধান উৎসব ক্রিসমাস। তাই আসন্ন ক্রিসমাস এবং নববর্ষ উপলক্ষ্যে শীতকালীন অধিবেশন তাড়াতাড়ি শেষ করার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছিলেন। তাঁদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ক্রিসমাসের প্রাক্কালে আগামী ২৩ ডিসেম্বর, শুক্রবার শীতকালীন অধিবেশন শেষ করা হতে পারে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদীয় কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধীদের কাছে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রথম দিন থেকেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং তাওয়াং ইস্যুতে বারবার উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে চিনা অনুপ্রবেশ নিয়ে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে ওঠে সংসদ। যা নিয়ে অস্বস্তিতে পড়ে শাসক শিবির। ফলে বহুবার মাঝপথেই মুলতবি হয়ে যায় সংসদের শীতকালীন অধিবেশন। আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গের বিতর্কিত মন্তব্য নিয়েও সংসদে ঝড় ওঠে। কংগ্রেসের বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদরা। সবমিলিয়ে, প্রথম দিন থেকেই একাধিক ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে লোকসভা ও রাজ্যসভা। শীতকালীন অধিবেশন সময়ের আগে শেষ করার নেপথ্যে এটিও একটা কারণ বলে অভিযোগ তুলেছেন সমালোচকরা।