নয়া দিল্লি: রাত পোহালেই সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। সেই অধিবেশনের লক্ষ্যে রবিবার সর্বদলীয় বৈঠকও হয়েছে। নতুন সংসদ ভবনেই বসবে এই বিশেষ অধিবেশন। যদিও ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা স্পষ্ট করেনি সরকার পক্ষ। তবে পুরানো সংসদ ভবনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আলোচনা শুরু হবে বলে এদিনের বৈঠকে স্পষ্ট হয়েছে।
জানা গিয়েছে, ভারতের সংসদ ভবনের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরেই সোমবার বিশেষ অধিবেশনের সূচনা হবে। মঙ্গলবার, গণেশ চতুর্থীর দিন থেকে নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন হবে। তার আগে পুরানো সংসদ ভবন ও এটির ইতিহাস সম্পর্কে অধিবেশনে আলোচনা হবে। পুরানো সংসদ ভবনে শ্রদ্ধার্ঘ্যও জানানো হবে। এরপর অধিবেশনের দ্বিতীয় দিন, মঙ্গলবার নতুন সংসদ ভবনে যাওয়ার আগে সকাল সাড়ে ৯টায় লোকসভা এবং রাজ্যসভার সব সদস্যদের গ্রুপ ফোটো তোলা হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
এদিন সর্বদলীয় বৈঠকে ফটোসেশন নিয়ে আপত্তি তোলে কয়েকটি বিরোধী দল। তাদের যুক্তি ছিল, প্রথা অনুযায়ী নির্বাচনের আগে সংসদে শেষ অধিবেশনে গ্রুপ ফটো তোলাই রেওয়াজ। সরকারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১ টায় পুরানো সংসদে সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠান হবে। তারপর বেলা সাড়ে ১১ টায় সরকারি সূচি অনুযায়ী সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য হবে। এক্ষেত্রেও কারা বক্তব্য রাখবেন নাম নির্দিষ্ট করেনি সরকার। তারপর বেলা ১১ টা ৪৫ নাগাদ পুরানো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন সব সাংসদরা।
বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা হবে, তা এদিনের সর্বদলীয় বৈঠকে স্পষ্ট জানানো হয়নি। তবে বেশ কয়েকটি বিল পাশ করানো হতে পারে বলে সূত্রের খবর। তার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ, এক দেশ এক ভোট বিল থাকতে পারে। আবার সংসদে মহিলাদের আসন সংরক্ষণ বিলটি পাশ করানোর জন্য এদিনই দাবি জানিয়েছে তৃণমূল।