দেরাদুন: পাহাড়ে ঘেরা রাজ্য উত্তরাখণ্ডের আবহাওয়া দুর্বোধ্য। মাঝেমধ্যেই মেঘ ভাঙা বৃষ্টি কিংবা ধসে বিপর্যয়ের ছবি দেখা যায় এই রাজ্যে। আর এ বার আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হোটেলের একাংশ। যোশীমঠ এলাকায় পাহাড়ের ঢালে থাকা একটি হোটেলের একাংশ ভেঙে পড়েছে। জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই অঞ্চলে ধস নেমেছিল। তারপর থেকে আলগা হয়েছিল ভিত। তার জেরেই আচমকা এ ভাবে ভেঙে পড়েছে এই নির্মাণ। উত্তরাখণ্ডের যোশীমঠের ঘটনা।
গতকাল শনিবার বিকেলে এই দৃশ্য দেখা গিয়েছে যোশীমঠে। তবে এই হোটেলে কেউ ছিল না, তাই এই ঘটনায় কেউ আহত হননি। ধস নামার পরই হোটেল খালি করে দেওয়ার ব্যবস্থা করেছিল স্থানীয় পুলিশ ও এসডিআরএফ। হোটেল ভেঙে পড়ার আশঙ্কা করা হয়েছিল বলেই আগে থেকে খালি করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জাআ গিয়েছে, ধস নামার পর ক্রমশ হোটেলের ভিত আলগা হতে শুরু করে। দিনকয়েক আগে হোটেলে চিড় ধরতে দেখা যায়। তারপরই ভেঙে পড়ল এই অংশ।
বদ্রীনাথ হাইওয়ের ধারেই ছিল এই হোটেলে। ধসের জেরে এই হাইওয়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। গত ২৫ জুলাই এই এলাকায় রপোবন-বিষ্ণুগড় হাইড্রলিক প্রজেক্টের টানেলে নামে ধস।ওই হোটেলের কাছে ধস নামার পরই হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি হিমবাহ ধসের জেরে হড়পা বানে নিখোঁজ হন শতাধিক মানুষ। কিছুজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্তত ১৩০ জনের বেশি ব্যক্তিকে ‘সম্ভাব্য মৃত’ বলে প্রাথমিকভাবে ধরে নেয় উত্তরাখণ্ড সরকার। উদ্ধারকারীর দল ৬৮ জনকে উদ্ধার করতে সফল হয়। তপোবনের এনটিসি হাইড্রোপাওয়ার প্রজেক্টের সুড়ঙ্গ থেকে ১৪টি দেহ উদ্ধার হয়, বাকিগুলি অন্যান্য জায়গা থেকে পাওয়া যায়। আরও পড়ুন: ত্রিপুরায় গ্রেফতার তৃণমূল নেতারা! আজই যাচ্ছেন অভিষেক, প্রয়োজনে যাবেন মমতাও