দরদর করে ঘাম, যন্ত্রণায় ছটফট করছিলেন বৃদ্ধ, চলন্ত ট্রেনেই দেবদূত হয়ে আবির্ভাব TTE-র, তারপর…

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 24, 2024 | 11:56 AM

TTE: যাত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেই টিটিই বুঝতে পারেন যে ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে। এক মুহূর্তও সময় নষ্ট না করে, ওই যাত্রীকে সিপিআর দিতে শুরু করেন।

দরদর করে ঘাম, যন্ত্রণায় ছটফট করছিলেন বৃদ্ধ, চলন্ত ট্রেনেই দেবদূত হয়ে আবির্ভাব TTE-র, তারপর...
যাত্রীর প্রাণ বাঁচালেন টিটিই।
Image Credit source: X

Follow Us

পটনা: চলন্ত ট্রেনে হার্ট অ্যাটাক। বুকে হাত দিয়ে কাতড়াচ্ছিলেন বৃদ্ধ। ট্রেনের মধ্যে কী আর সাহায্য পাবেন, আশাই ছেড়ে দিয়েছিলেন সহযাত্রীরা। তখনই দেবদূতের মতো হাজির হলেন টিটিই। সিপিআর দিয়ে বাঁচালেন যাত্রীর প্রাণ। টিটিই-র এই ভূমিকায় মুগ্ধ যাত্রীরা। সকলে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।

ঘটনাটি ঘটেছে অমৃতসর থেতে কাটিহারগামী আম্রপালি এক্সপ্রেসে। শুক্রবার কাটিহারগামী ওই ট্রেনের স্লিপার কোচে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকে ব্যথা হতে শুরু করে। কী করবেন, বুঝতে না পেরে যাত্রীরা টিটিই-দের ডাকেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ছাপড়ার ডেপুটি চিফ টিকিট ইন্সপেক্টর রাজীব কুমার ও মনমোহন কুমার।

যাত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেই টিটিই বুঝতে পারেন যে ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে। এক মুহূর্তও সময় নষ্ট না করে, ওই যাত্রীকে সিপিআর দিতে শুরু করেন। দেওয়া হয় অক্সিজেন। খবর দেওয়া হয় ছাপড়ার স্বাস্থ্যকেন্দ্রে। কিছুক্ষণ পর ওই যাত্রী চোখ খোলেন, জানান, কিছুটা সুস্থ বোধ করছেন তিনি।

ততক্ষণে ট্রেন ছাপড়া স্টেশনে পৌছে যায়। যাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রেলের তরফে দুই টিটিই-কে সাধুবাদ জানানো হয়েছে এই কাজের জন্য।

Next Article