AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mumbai Bomb Threat: নয়ডায় বসে ৪০০ কেজি RDX আর মানব বোমার মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি! ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

Bomb Threat: হুমকি এমন সময়ে এসেছিল, যখন মুম্বই শহরে গণপতি বিসর্জনের প্রস্তুতি পুরোদমে চলছিল। আজ, শনিবার অনন্ত চতুর্দেশী, গণেশ উৎসবের শেষ দিন। এর কারণে পুলিশ  অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে এবং তখনই তদন্ত শুরু করে।

Mumbai Bomb Threat: নয়ডায় বসে ৪০০ কেজি RDX আর মানব বোমার মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি! ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার
মুম্বইয়ে গণেশ বিসর্জনের দিন নাশকতার ছক?Image Credit: PTI
| Updated on: Sep 06, 2025 | 11:48 AM
Share

মুম্বই: ১ কোটি মানুষ টার্গেট। ৪০০ কেজির আরডিএক্স বিস্ফোরণে গোটা মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। এই হুমকি আসার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল অভিযুক্তকে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নয়ডা থেকে অশ্বিনীকুমার সুপ্রা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সিম কার্ড জোগাড় করে দেওয়ার জন্য।

৪ সেপ্টেম্বর দুপুর ২:৫৭ মিনিটে, একজন অজ্ঞাত ব্যক্তি মুম্বইয়ের ওরলির ট্রাফিকের কন্ট অফিসিয়াল মোবাইল নম্বরে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। এই মেসেজে বলা হয়েছিল যে ৪০০ কেজি আরডিএক্স এবং ৩৪ জন মানব বোমা ব্যবহার করে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানো হবে। মুম্বই ধ্বংস করে দেওয়া হবে। অন্তত ১ কোটি মানুষকে মারার প্ল্যান। লস্কর-ই-জিহাদি নামক একটি সংগঠন হুমকি দিয়েছিল বলেই জানানো হয়।

হুমকি এমন সময়ে এসেছিল, যখন মুম্বই শহরে গণপতি বিসর্জনের প্রস্তুতি পুরোদমে চলছিল। আজ, শনিবার অনন্ত চতুর্দেশী, গণেশ উৎসবের শেষ দিন। এর কারণে পুলিশ  অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে এবং তখনই তদন্ত শুরু করে।

পুলিশ দ্রুত পদক্ষেপ করে অশ্বিনীকুমার সুপ্রা (৫০ বছর)-কে গ্রেফতার করা হয়। তিনি বিহারের পটনার বাসিন্দা। অভিযুক্তকে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ওরলি পুলিশ স্টেশনে ভারতীয় ন্যয় সংহিতার ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৪০০ কেজি আরডিএক্স, ৩৪ জন মানব বোমা- পুরো বিষয়টিই উড়ো হুমকি ছিল।

মুম্বই পুলিশ নাগরিকদের কোনও গুজবে বিশ্বাস না করার এবং আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করেছে। পুলিশ জানিয়েছে যে গণপতি বিসর্জনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।