শ্রীনগর: ৬ বছর পর প্রথম বিধানসভা অধিবেশন। আর প্রথমদিনেই ধুন্ধুমার কাণ্ড জম্মু-কাশ্মীর বিধানসভায়। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির বিরোধিতা করে প্রস্তাবনা আনে পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP)। এই প্রস্তাবনা নিয়েই বিধানসভায় তুমুল হই-হট্টগোল, অশান্তি শুরু হয়।
সদ্যই সরকার গঠন হয়েছে জম্মু-কাশ্মীরের নতুন সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেছেন ওমর আবদুল্লা। আজ, সোমবার বিধানসভার প্রথম অধিবেশন ছিল। এ দিন পিডিপির বিধায়ক ওয়াহিদ পারা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির প্রস্তাবনা আনেন। স্পিকার আবদুল রহিম রাঠেরের কাছে এই প্রস্তাবনা জমা দেন। এই নিয়ে আলোচনার দাবি জানান।
এই প্রস্তাবনা জমা দেওয়ার পরই বিজেপির ২৮ জন বিধায়ক উঠে দাঁড়িয়ে এই প্রস্তাবনার বিরোধিতা করেন। হই-হট্টগোল শুরু হয়। বিধানসভার নিয়ম ভাঙায় পিডিপি বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানান বিজেপি বিধায়করা।
এদিকে, বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখে নিন্দায় সরব হয় ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “এগুলো শুধু ক্যামেরায় দেখানোর জন্য করা হচ্ছে। একজন সদস্য ঠিক করবে না বিধানসভায় কীভাবে কাজ হবে বা কী নিয়ে আলোচনা হবে।”