Supreme Court: ‘মাই লর্ড…’, মেয়াদ শেষের আগে এজলাসে প্রধান বিচারপতির কাছে আবেগঘন ‘আবদার’ রাকেশ দ্বিবেদীর

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 04, 2024 | 3:03 PM

Supreme Court: বাংলার আইনজীবী রাকেশ দ্বিবেদী। সম্প্রতি আরজি কর মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে রাকেশ দ্বিবেদীকে। এছাড়া এসএসসি মামলাতেও সুপ্রিম কোর্টে সওয়াল করেন রাকেশ দ্বিবেদী।

Supreme Court: মাই লর্ড..., মেয়াদ শেষের আগে এজলাসে প্রধান বিচারপতির কাছে আবেগঘন আবদার রাকেশ দ্বিবেদীর
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: নিয়ম মেনেই মেয়াদ শেষ হচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে শেষ দিন দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ৮ নভেম্বর তিনি শেষ মামলা শুনবেন। আর এরপর তাঁর অনুপস্থিতি অনুভব করবেন আইনজীবীরা। তাই এজলাসেই আবেঘঘন হতে দেখা গেল বর্ষীয়ান আইনজীবীকে। এ রাজ্যের বর্ষীয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী এদিন সরাসরি সে কথা জানান প্রধান বিচারপতিকে।

সম্প্রতি আরজি কর মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে রাকেশ দ্বিবেদীকে। এছাড়া এসএসসি মামলাতেও সুপ্রিম কোর্টে সওয়াল করেন রাকেশ দ্বিবেদী। সোমবার বিভিন্ন মামলার দ্রুত শুনানির আর্জি নিয়ে আইনজীবীরা হাজির হন প্রধান বিচারপতির কাছে। সেখানেই আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ‘মাই লর্ডস, নো বডি ওয়ান্টস ইউর টেনিওর টু এন্ড, উই অল ওয়ান্ট ইউ টু হিয়ার’ (আমরা কেউই চাই না আপনার মেয়াদ শেষ হোক। আমরা আমাদের এই বিচারপতিকেই সব মামলা শোনাতে চাই)। বিচারপতি চন্দ্রচূড় অবশ্য কোনও মন্তব্য না করে সামান্য হাসেন।

এই খবরটিও পড়ুন

প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে আগামিকাল, মঙ্গলবার রাজ্যের গুরুত্বপূর্ণ একাধিক মামলার শুনানি রয়েছে। আরজি কর মামলার শুনানি ছাড়াও রয়েছে ওবিসি, এসএসসি সংক্রান্ত মামলার শুনানি। তার আগেই এমন আবেগে ভাসল প্রধান বিচারপতির এজলাস।

Next Article