‘লুকনোর কিছু নেই তবে, কী সফটওয়্যার ব্যবহার করছি তা জঙ্গিদের জানানো সম্ভব নয়’, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Sep 13, 2021 | 6:46 PM

Pegasus Case in Supreme Court: ফোনে আড়িপাতা-কাণ্ডে একাধিক আবেদনের শুনানি ছিল এ দিন। তবে এই ইস্যুতে কেন্দ্র হলফনামা দিতে অনিচ্ছা প্রকাশ করে।

লুকনোর কিছু নেই তবে, কী সফটওয়্যার ব্যবহার করছি তা জঙ্গিদের জানানো সম্ভব নয়, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র
সুপ্রিম কোর্টের দ্বারস্থ পঞ্জাব সরকার (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি: ফোনে আড়িপাতার (Pegasus) মামলায় হলফনামা জমা দিতে অস্বীকার করল কেন্দ্র। আজ, সোমবার শীর্ষ আদালতে (Supreme Court) ছিল সেই মামলার শুনানি। আগে আদালতের তরফে কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলা হলেও, আজ জানানো হয়েছে, হলফনামা জমা দিতে চাইছে না কেন্দ্র। তবে এতে তথ্য গোপন করার কোনও পরিকল্পনা নেই বলেও কেন্দ্রের তরফে জানান, সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে গোপন সফটওয়্যার সংক্রান্ত বিষয় প্রকাশ্যে আনতে আপত্তি আছে কেন্দ্রের।

সলিসিটর জেনারেল তুষার মেহতা এ দিন আদালতে বলেন, ‘এই ইস্যুতে হলফনামা প্রকাশ করে কোনও বিবৃতি দেওয়া সম্ভব নয়। জনসমক্ষে সেই তথ্য জানা যাবে না।’ তিনি সাফ জানান, ‘আমরা কী সফটওয়্যার ব্যবহার করছি, তা জঙ্গিদের জানানো যাবে না।’ আদালত এ দিন এই মামলার রায় সংরক্ষিত রেখেছে। আদালতের তরফে কেন্দ্র কে বলা হয়, সিদ্ধান্ত যখন পরিবর্তন করা হয়েছে, তবে তা সুপ্রিম কোর্টকে আগে জানানো উচিৎ ছিল।’

‘জাতীয় সুরক্ষায় কোনও প্রভাব পড়বে না’

এর আগেও শুনানিতে জাতীয় সুরক্ষার বিষয়টি সামনে এনেছিল কেন্দ্র। কিন্তু আদালত আশ্বাস দিয়ে জানিয়েছিল যে, সুরক্ষাকে প্রভাবিত করবে, এমন কিছু হবে না। এ দিন কেন্দ্র হলফানামা দিতে আপত্তি জানালে বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এর আগেও জাতীয় সুরক্ষার প্রশ্ন উঠেছিল। তখন আমরা জানিয়েছিলাম যে দেশের নিরাপত্তায় প্রভাব পড়বে, এমন কিছু হবে না। এই মামলায় ব্যক্তিবিশেষের ফোনে আড়িপাতার অভিযোগ রয়েছে। সেই বিষয়েই আমরা হলফনামা চাই।’

তিনি বলেন, ‘আমরা শুধু জানতে চাই কারও ফোন হ্যাক করা হয়েছিল কি না। আবেদনে অনেকেই দাবি করেছেন গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘন করা হয়েছে।’ সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘আমরা এই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছি। বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করা হবে।

পেগাসাস ব্যবহার হয়েছিল কি?

দুই আবেদনকারীর তরফের আইনজীবী কপিল সিব্ব বলেন, ‘আমার শুধু জানতে চাই, পেগাসাস ব্যবহার করা হয়েছিল কি না, আর তা সাধারণ মানুষকে নিশানা করে ব্যবহার করা হয়েছিল কি না।’ তিনিও বলেন, ‘আমরা চাই না জাতীয় সুরক্ষায় কোনও প্রভাবব পড়ুক।’ তাঁর প্রশ্ন, পেগাসাস ব্যবহার হয়েছিল কি না, কেন তা জানাতে চাইছে না কেন্দ্র? কেন তার জন্য কমিটি গঠন করতে হবে?’

কী এই মামলা?

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে দেশের একাধিক রাজনৈতিক নেতা, সাংবাদিক, আইনজীবীদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর সেই অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আজ সোমবার শীর্ষ আদালতে ছিল সেই মামলার শুনানির দ্বিতীয় দিন। প্রধান বিচারপতি এনভি রামাণের ডিভিশন বেঞ্চে চলছে এই মামলার শুনানি। তিন বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি এনভি রামণ, বিচারপতি বিনীত সরণ ও বিচারপতি সূর্য কান্ত।

আরও পড়ুন: ‘দেশের অর্থনীতি চাঙ্গা করার একমাত্র দাওয়াই টিকাকরণই’, তৃতীয় ঢেউ এড়াতে বিশেষ পরামর্শ অর্থমন্ত্রীর

Next Article