Courier Scam: ইন্টারনেট ঘেঁটে কাস্টমার কেয়ারের নম্বর খোঁজেন? মোটা টাকা খোয়াতে পারেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 17, 2023 | 9:09 PM

Courier Scam: বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণা করার খবর আকছাড় উঠে আসছে। কখনও লিঙ্ক পাঠিয়ে, কখনও ওটিপি দিয়ে, কখনও আবার আধার-প্যান জালিয়ারি করে, কখনও বা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট চুরি করে! আর এবার কুরিয়ার কোম্পানির নাম করে প্রতারণার ছক ছড়িয়েছে গোটা দেশে। আর প্রচুর মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন গোটা দেশ থেকে।

Courier Scam: ইন্টারনেট ঘেঁটে কাস্টমার কেয়ারের নম্বর খোঁজেন? মোটা টাকা খোয়াতে পারেন আপনিও
প্রতীকী ছবি
Image Credit source: facebook

Follow Us

মুম্বই: প্রথমে একটি মিসড কল আসবে আপনার কাছে। সেই মিসড দেখে ঘুরিয়ে কল ব্যাক করলে আপনার কাছে একটি ভয়েস মেসেজ আসবে নাম করা কুরিয়ার কোম্পানি নাম করে। এরপর ফোনের ওপার থেকে কার্যত ‘ব্ল্যাকমেইল’ করা হবে। কখনও হুমকি দিয়ে বলা হবে মুম্বই পুলিশ কথা বলেছে, কখনও বলা হবে আপনার পার্সেলের মধ্যে ড্রাগ পাওয়া গিয়েছে। কখনও না অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেওয়া হবে। আর এই সব করে একপ্রকার আপনার থেকে টাকা আদায় করা হবে। এই ভাবেই কুরিয়্যার কোম্পানির নাম করে এখন গোটা দেশে জাল বিছিয়েছে প্রতারণা চক্র।

বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণা করার খবর আকছাড় উঠে আসছে। কখনও লিঙ্ক পাঠিয়ে, কখনও ওটিপি দিয়ে, কখনও আবার আধার-প্যান জালিয়ারি করে, কখনও বা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট চুরি করে! আর এবার কুরিয়ার কোম্পানির নাম করে প্রতারণার ছক ছড়িয়েছে গোটা দেশে। আর প্রচুর মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন গোটা দেশ থেকে।

সম্প্রতি মুম্বইয়ের একজন চিকিৎসক প্রায় ৬৮ হাজার টাকা হারিয়েছেন এই প্রতারণার শিকার হয়ে। মুম্বই পুলিশ সূত্রে খবর, রাময়া এন নামের ওই মহিলা চিকিৎসক গত মঙ্গলবার অনলাইনে কিছু কেনাকাটি করেছিলেন। তবে তিনি দেখেন পার্সেল নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে। সেই কারণে অনলাইনে নাম করা ওই কুরিয়ার কোম্পানির ফোন নম্বর খুঁজতে থাকেন। এরপর গুগল থেকে পাওয়া নম্বর নিয়ে ওই পার্সেল কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করেন মহিলা চিকিৎসক।

ফোনরে ওপার থেকে এক ব্যক্তি তাঁকে একটি অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেন। সেই কথা মতো তিনি অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তাঁরা অ্যাকাউন্ট থেকে ৬৮ হাজার টাকা গচ্ছা চলে যায়। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, কুরিয়ার কোম্পানির নাম করে প্রতারকরা এইভাবে সাধারণ মানুষের বহু টাকা হাতিয়ে নিচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতারকরা নিজের নম্বর থেকে নামী কুরিয়ার কোম্পানির কাস্টমার কেয়ারের নম্বর কোনওভাবে পরিবর্তন করে এই সব জালিয়াতি করে।

 

Next Article