পটনা: তীর্থ যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বাসিন্দা। তাঁদের মধ্যে দু’জনের আর তীর্থ যাত্রা থেকে আর বাড়ি ফেরা হল না। সোমবার বিহারে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন আরও ৪১ জন। ১৯ নং জাতীয় সড়কে একটি বালি বোঝাই একটি ট্রাক যাত্রীবোঝাই ওই বাসে ধাক্কা মারে। বিহারের কাইমুর জেলার কুদরা পুলিশ স্টেশনের অন্তর্গত চিলবিলি গ্রামের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তীর্থ যাত্রার উদ্দেশ্যে ৫৫ জন যাত্রী নিয়ে পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল সেই বাস। গোটা উত্তর ভারতে তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। বারাণসীর দিকে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু তীর্থ যাত্রার মাঝেই ঘটে গেল এত বড় বিপত্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রী বোঝাই বাসটি বারাণসীর দিকে যাচ্ছিল। যাওয়ার পথে সকালে প্রাতঃরাশের জন্য সকাল ৭ টা নাগাদ রাস্তার বাঁদিকে দাঁড়িয়েছিল গাড়িটি। সেই সময়ই উল্টো দিক থেকে একটি ব বালি বোঝাই গাড়ি আসে। গিয়ে সরাসরি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ২০০ মিটার এগিয়ে যায় বাসটি। জানা গিয়েছে, জগদীশ দেবসিংহ নামের বাসচালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, মোট দু’জনের মৃত্য়ু হয়েছে এই ঘটনায়। আরেকজন দিব্যাংশু নামের এক তীর্থযাত্রী। এই দুর্ঘটনায় ৪১ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। তীর্থযাত্রীদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা ঘটনাস্থলে দৌড়ে যান। ক্রেন ব্যবহার করে বাস ও ট্রাকটিকে আলাদা করা হয়। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা ১৪ জনকে বড় হাসপাতালের নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পুলিশ সুপারিনটেনডেন্ট রাকেশ কুমার জানিয়েছেন, মৃতদের ও আহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়ে খবর দেওয়া হয়েছে।