Air India Flight: নিয়মকে বুড়ো আঙুল, মাঝ আকাশে বান্ধবীকে বিমানের ককপিটে ডেকে নিলেন পাইলট, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 21, 2023 | 6:29 PM

Air India Flight: সূত্রের খবর, প্রায় তিন ঘণ্টার সফরে ককপিটেই ছিলেন তিনি। এই খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় প্রশাসনিক মহলে।

Air India Flight: নিয়মকে বুড়ো আঙুল, মাঝ আকাশে বান্ধবীকে বিমানের ককপিটে ডেকে নিলেন পাইলট, তারপর…
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: দুবাই থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার (Air India Flights) একটি বিমান। উড়ান শুরু পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। কিন্তু, উড়ান শুরুর কিছু সময় পরেই ককপিটে বান্ধবীকে ডেকে নেন পাইলট। দীর্ঘসময় ককপিটেই ছিলেন ওই মহিলা। তাতেই প্রশ্নের মুখে পাইলটের ভূমিকা। নিয়ম অনুযায়ী, ককপিটে পাইলট ও অনুমতি প্রাপ্ত ছাড়া কারও যাওয়ার সাধারণত অনুমতি থাকে না। সে ক্ষেত্রে কী করে ওই মহিলা ককপিটে ঢুকলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ-র তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

ডিজিসিএ-র তরফেও স্পষ্ট বলা হয়েছে, এ কাজ আইনবিরুদ্ধ। তা জানা সত্ত্বেও কী করে ওই পাইলট এ কাজ করলেন তা নিয়ে তদন্ত চলছে। সূত্রের খবর, গত ২৭ ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লিগামী ওই বিমানে সাধারণ যাত্রী হিসাবে উঠেছিলেন ওই মহিলা। সাধারণ যাত্রীর আসনেই তিনি বসেছিলেন। তিনি পাইলটের পূর্ব পরিচিত বলে জানতে পারা যাচ্ছে। দুবাই থেকে বিমানটি ছাড়ার পরই আচমকা ওই মহিলাকে ককপিটে ডেকে নেন পাইলট। তাঁর ডাকে সাড়া দিয়েই ককপিটে চলে যান তিনি। 

সূত্রের খবর, প্রায় তিন ঘণ্টার সফরে ককপিটেই ছিলেন তিনি। এই খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় প্রশাসনিক মহলে। একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট কী করে এই কাজ করতে পারেন তা নিয়ে নানা মহল থেকে উঠতে শুরু করে প্রশ্ন। প্রশ্ন উঠতে শুরু করে বিমানের নিরাপত্তা নিয়েও। ডিজিসিএ-র কর্তাদের মতে তদন্তে ওই পাইলটের দোষ প্রমাণ হলে তাঁকে সাসপেন্ড করা হতে পারে। এমনকী তাঁর লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। যদিও এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Next Article