AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diwali Installment: দু’হাজার টাকার ‘উপহার’ পাঠাচ্ছেন মোদী, আপনি কি পাবেন?

PM Kisan Diwali Installment: এবার কয়েক মাসের ব্যবধানে ফের একবার সেই প্রকল্পের টাকা পেতে চলেছেন তারা। অবশ্য, কেন্দ্রের তরফে এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি মাসের শেষ অথবা নভেম্বরের শুরুতেই সেই টাকা পেতে পারেন কৃষকরা।

Diwali Installment: দু'হাজার টাকার 'উপহার' পাঠাচ্ছেন মোদী, আপনি কি পাবেন?
কী বলছে সরকার? Image Credit: Social Media
| Updated on: Oct 16, 2025 | 7:30 PM
Share

নয়াদিল্লি: দীপাবলি এসে গিয়েছে বললেই চলে। সপ্তাহ পেরলেই কালীপুজো। ফাটবে বাজি। জ্বলবে আলো। অন্ধকারের মধ্যে দিয়েই এ যেন একটা নতুন সূচনার প্রতীক। নতুন সময়ের প্রতীক। আর সেই কালীপুজোর আগেই উপহার পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। কারা পাবে? নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের ‘উপহার’ ঢুকবে দেশের কৃষকদের পকেটে। মিলবে ২ হাজার টাকা। কিন্তু কেন?

প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনার ২১ তম কিস্তি হিসাবেই এই টাকা পেতে চলেছেন তাঁরা। বলে রাখা প্রয়োজন, এই পিএম কিষান প্রকল্পের আওতায় দেশের কৃষকদের বছরে ৬ হাজার টাকা প্রদান করে কেন্দ্রীয় সরকার। যা চার মাসের ব্যবধানে তিনটে কিস্তিতে উপভোক্তা কৃষকদের পাঠিয়ে দেয় কেন্দ্র। চলতি মাসে কালীপুজোর আগেই সেই কিস্তির টাকা পেতে চলেছেন দেশের কৃষকরা।

গত অগস্ট মাসেই এই প্রকল্পের ২০ তম কিস্তির টাকা দিয়েছে কেন্দ্র। ২ হাজার টাকা করে পেয়েছেন কৃষকরা। এবার কয়েক মাসের ব্যবধানে ফের একবার সেই প্রকল্পের টাকা পেতে চলেছেন তারা। অবশ্য, কেন্দ্রের তরফে এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি মাসের শেষ অথবা নভেম্বরের শুরুতেই সেই টাকা পেতে পারেন কৃষকরা।

টাকা পাবেন না যাঁরা

কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে সকল কৃষকরা এখনও তাঁদের KYC-র কাজ সম্পন্ন করেননি, তাঁদের ব্যাঙ্কে প্রধানমন্ত্রীর কৃষক প্রকল্পের টাকা ঢুকবে না। যথাযথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও KYC-র কাজ সম্পন্ন হলেই মিলবে টাকা। যাঁরা টাকা পাবেন, তাদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। তাতে তারা জানিয়েছে, পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার কর্নার সেকশনে ক্লিক করে নিজের পরিচয়, ঠিকানা দিয়ে সেই সংক্রান্ত রিপোর্ট পেয়ে যাবেন কৃষকরা।