Video: আচমকা বক্তৃতা থামিয়ে মাইকেই ডাক্তার ডাকলেন মোদী, কী হল ওড়িশার সভায়?

May 29, 2024 | 4:49 PM

PM Modi rally in Odisha: বুধবার (২৯ মে) শেষবারের মতো ওড়িশায় প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচণ্ড গরমের মধ্যেই, ময়ুরভঞ্জের এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি। আচমকা তাল কাটল। বক্তৃতা থামালেন তিনি। তাঁর সঙ্গে সবসময়ই থাকেন চিকিৎসকদের একটি দল। মাইকেই ডাকলেন তাঁদের। কী ঘটল?

Video: আচমকা বক্তৃতা থামিয়ে মাইকেই ডাক্তার ডাকলেন মোদী, কী হল ওড়িশার সভায়?
সংজ্ঞা হারালেন সাংবাদিক, নিজের ডাক্তারদের ডাকলেন মোদী
Image Credit source: Twitter

Follow Us

বারিপাদা: আগামী ১ জুন, শনিবার, লোকসভা নির্বাচন ২০২৪-এর সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তার আগে, বুধবার (২৯ মে) শেষবারের মতো ওড়িশায় প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচণ্ড গরমের মধ্যেই, ময়ুরভঞ্জের এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি। আচমকা তাল কাটল। বক্তৃতা থামালেন তিনি। তাঁর সঙ্গে সবসময়ই থাকেন চিকিৎসকদের একটি দল। মাইকেই ডাকলেন তাঁদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন। কী ঘটল? না, চিন্তার কোনও কারণ নেই। প্রধানমন্ত্রী মোদীর কিছু হয়নি। তবে, বক্তৃতা দিতে দিতেই, জনতার প্রবল ভিড়ের মধ্যেও এক সাংবাদিকের দিকে চোখ পড়ে গিয়েছিল তাঁর। মোদীর বক্তৃতার মধ্যেই, তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক। আর তা চোখে পড়তেই দ্রুত তাঁর ব্যাক্তিগত চিকিৎসকদের ওই সাংবাদিকের শুশ্রুসা করার নির্দেশ দেন তিনি।

শুধু তাই নয়, সংজ্ঞা হারিয়ে সাংবাদিক মাটিতে পড়ে যাওয়ার পর, তাঁকে ঘিরে ধরেছিলেন জনতার একাংশ। প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই তাঁদের বলেন, সেখানে ভিড় না করতে। সেখান থেকে সরে যেতে। যাতে অসুস্থ হয়ে পড়া ওই সাংবাদিক একটু হাওয়া-বাতাস পান। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী মঞ্চ থেকে বলছেন, “ওঁকে জলৃটল খাওয়ান। আমার দলের চিকিৎসকরা থাকলে একটু ওঁকে সাহয্য করুন। প্রথমে ওঁকে জল দিন। ওখান থেকে ওকে বাইরে নিয়ে যান। ওঁকে খোলা জায়গায় নিয়ে যান। ধীরে ধীরে, তাড়াহুড়ো করবেন না।”


একই সময়ে ওই সভায় একটি শিশুকন্যা নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের জন্য তাঁর দিকে হাত নাড়ছিল। প্রদানমন্ত্রী মোদীকে বলতে শোনা যায়, “বেটা, তুমি হাত নাড়ান বন্ধ কর। তুমি ক্লান্ত হয়ে যাবে। আমি তোমার জন্য়ই কাজ করছি। যখন তুমি বড় হবে, বিকশিত ভারত তোমার শক্তি হবে।” প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনে সভায় উপস্থিত উচ্ছ্বসিত জনতা ‘মোদী মোদী’ স্লোগানে ফেটে পড়েন।

Next Article