AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অতিমারিতেও কৃষি-উন্নতি অব্যাহত’, সাফল্য তুলে কৃষকদের পাশে থাকার বার্তা মোদীর

নয়া দিল্লি: কৃষকরাই দেশের উন্নয়নের ভিত্তি। তাঁদের হাত ধরেই দেশের অগ্রগতির ধারা বহমান। বৃহস্পতিবার চৌরি-চৌরার শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নের কাণ্ডারী কৃষকরা। চৌরি-চৌরাতেও তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত ছ’বছরে কৃষকদের আত্মনির্ভর করতে সবরকম প্রয়াস করা হয়েছে। তারই ফল স্বরূপ, অতিমারির সময়ও কৃষিক্ষেত্রে উন্নতির ধারা […]

'অতিমারিতেও কৃষি-উন্নতি অব্যাহত', সাফল্য তুলে কৃষকদের পাশে থাকার বার্তা মোদীর
চৌরি-চৌরার শতবর্ষ উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
| Updated on: Feb 04, 2021 | 1:02 PM
Share

নয়া দিল্লি: কৃষকরাই দেশের উন্নয়নের ভিত্তি। তাঁদের হাত ধরেই দেশের অগ্রগতির ধারা বহমান। বৃহস্পতিবার চৌরি-চৌরার শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নের কাণ্ডারী কৃষকরা। চৌরি-চৌরাতেও তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত ছ’বছরে কৃষকদের আত্মনির্ভর করতে সবরকম প্রয়াস করা হয়েছে। তারই ফল স্বরূপ, অতিমারির সময়ও কৃষিক্ষেত্রে উন্নতির ধারা অব্যাহত।”

করোনা আবহে কৃষিক্ষেত্রের অগ্রগতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “অতিমারির সময়ও রেকর্ড উৎপাদন হয়েছে কৃষিক্ষেত্রে। কৃষকরা আরও যত আত্মশক্তিতে বলিয়ান হবেন ততই ভাল। মাণ্ডিগুলি কৃষকদের এগিয়ে যেতে সাহায্য করে। তাই আরও ১ হাজার মাণ্ডিকে eNam-এ যুক্ত করা হচ্ছে। কৃষকরা নিজেদের ফসল যে কোনও জায়গায় বিক্রি করতে পারবেন।” একইসঙ্গে করোনার আবহে এই অর্থবর্ষের বাজেটে সাধারণ মানুষের কথা ভেবে কোনও কর বসানো হয়নি, সে কথাও প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্যে উঠে আসে।

উত্তর প্রদেশের গোরক্ষপুরের চৌরি-চৌরা। ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে এই নাম। সেই দিনকে স্মরণ করে বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সে চৌরি-চৌরার শতবর্ষ উপলক্ষে ডাক টিকিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।