AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত বিশিষ্ট নাগরিকদের শুভেচ্ছা মোদীর

PM Modi to Nominees: এই চার হলেন, বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, কেরলের সমাজকর্মী তথা শিক্ষাবিদ সদানন্দন মাস্টার, প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন।

PM Modi: রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত বিশিষ্ট নাগরিকদের শুভেচ্ছা মোদীর
Image Credit: PTI
| Updated on: Jul 14, 2025 | 2:51 PM
Share

নয়াদিল্লি: রবিবার সকালে রাজ্যসভায় মনোনীত চার বিশিষ্ট নাগরিকের নাম ঘোষণা করল রাইসিনা হিলস। রাষ্ট্রপতি ভবন তরফে জানানো হয়, চলতি বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার জন বিশিষ্ট নাগরিককে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করেছেন। এই চার হলেন, বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, কেরলের সমাজকর্মী তথা শিক্ষাবিদ সদানন্দন মাস্টার, প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন।

এদিন রাজ্যসভার সেই সদ্য মনোনীত সাংসদদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ইতিহাসবিদ মীনাক্ষী জৈনকে রাজ্যসভায় মনোনয়ন করা হয়েছে। তিনি নিজেকে সমাজের বুকে একজন ইতিহাসবিদ, গবেষক রূপে এগিয়ে রেখেছেন। তাঁর কাজ সত্যিই অনবদ্য।’

এরপর হর্ষবর্ধন শ্রিংলাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘তিনি দেশের বিদেশনীতির কাজে অনেক অবদান রেখেছেন। সম্প্রতি, জি ২০-তেও বিদেশমন্ত্রককে অনেক সাহায্য করেছিলেন। আমি খুব খুশি যে উনি রাজ্যসভায় মনোনীত হয়েছেন।’

মোদীর মুখের অভিবাদন শোনা গিয়েছে সদানন্দন মাস্টারকে নিয়েও। তাঁর কথায়, ‘অন্যায়ের সামনে যিনি মাথা নত করেন না, তিনিই সদানন্দন মাস্টার। একজন শিক্ষক ও সমাজকর্মী হিসাবে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। তাঁকে আমি জানাই অনেক শুভেচ্ছা।’ এই মনোনীতদের মধ্যেই একজন আবার ২৬/১১ মুম্বই হামলার ধৃত জঙ্গি কসাবের বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

নাম আইনজীবী উজ্জ্বল নিকম। এদিন এই আইনজীবীকে শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, ‘তিনি শুধুই একজন সফল আইনজীবীই নয়, বরং বিচার আনতেও তিনি দক্ষ। তাঁর গোটা পেশাদারি জীবন ধরে তিনি সংবিধানের মূল্যবোধের চর্চার মধ্য়ে দিয়ে সাধারণ মানুষকে ন্যয় বিচার এনে দিয়েছেন।’