Asian Games 2023: ‘সবথেকে উজ্জ্বল…’, এশিয়াডে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 04, 2023 | 2:45 PM

Modi on Asian Games 2023: ২০১৮ সালে জাকার্তা গেমসে ভারতীয় দল ৭০টি পদক জিতেছিল। এবার গেমস শেষ হওয়ার চারদিন আগেই সেই পদক সংখ্যা ছাপিয়ে গিয়েছে ভারত। ক্রীড়াবিদদের এই সাফল্যে গোটা দেশ গর্বিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Asian Games 2023: সবথেকে উজ্জ্বল..., এশিয়াডে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী
ক্রীড়াক্ষেত্রে সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বুধবার (৪ অক্টোবর), তীরন্দাজ জ্যোতি ভেন্নাম এবং ওজস দেওতালে সোনা জেতায়, চলতি এশিয়ান গেমসে ৭০টি পদকের মাইলফলক অতিক্রম করে গিয়েছে ভারত। পরে বক্সার লভলিনা বরগোহাইন রুপোর পদক পেয়েছেন। বক্সিং এবং স্কোয়াশ থেকে এসেছে আরও দুটি ব্রোঞ্জ পদক। ফলে, চলতি গেমসে ভারতের পদক সংখ্যা পৌঁছেছে ৭৪-এ। এটাই এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের সেরা ফলাফল। এর আগে, ২০১৮ সালে জাকার্তা গেমসে ভারতীয় দল ৭০টি পদক জিতেছিল। ভারতীয় ক্রীড়াবিদদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এশিয়ান গেমসে ভারতের এই ঔজ্জ্বল্য আগে দেখা যায়নি। ক্রীড়াবিদদের এই কৃতিত্বকে তিনি সমগ্র দেশের জন্য গর্বের মুহূর্ত বলে বর্ণনা করেছেন।

সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “এশিয়ান গেমসে ভারতের সর্বকালের মধ্যে সবথেকে উজ্জ্বল পারফরম্যান্স। ৭১টি পদক জিতে, আমরা আমাদের সর্বকালের সর্বোচ্চ পদক সংখ্যায় পৌঁছেছি। এটা আমাদের ক্রীড়াবিদদের অতুলনীয় ত্যাগ, দৃঢ়তা এবং ক্রীড়া চেতনার পরিচয়। প্রতিটি পদকই কঠোর পরিশ্রম এবং আবেগের কাহিনি। সমগ্র দেশের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। আমাদের ক্রীড়াবিদদের অভিনন্দন জানাই।”

এখন পর্যন্ত, হানঝাউ এশিয়ান গেমসে ভারত ১৬টি সোনা, ২৭টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছে। তবে এখানেই শেষ নয়, ভারতের পদক সংখ্যা আরও বাড়ার আরও সুযোগ রয়েছে। এশিয়ান গেমস শেষ হতে এখনও চার দিন বাকি। ভারতীয় দলেরও বেশ কিছু ইভেন্ট বাকি আছে। যথারীতি, এশিয়ান গেমসের পদক তালিকায় আধিপত্য রয়েছে চিনের। ১৬৪টি সোনা, ৯০টি রুপো এবং ৪৬টি ব্রোঞ্জ পদক জিতে তালিকার প্রথম স্থানে আছে তারা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও দক্ষিণ কোরিয়া। এর আগে, জাকার্তা এশিয়ান গেমসে ভারত ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ-সহ মোট ৭০টি পদক নিয়ে ফিরেছিল। এবার, শেষ পর্যন্ত পদক সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার।

Next Article