নয়া দিল্লি: বুধবার (৪ অক্টোবর), বিশ্ব প্রাণী দিবসে, তাঁর পরিবারের নতুন সদস্যের সঙ্গে গোটা বিশ্বের পরিচয় করিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত অগস্ট মাসে অল্পদিনের জন্য গোয়া গিয়েছিলেন তিনি। গিয়েছিলেন একাই, কিন্তু ফিরেছেন আরও একজনকে সঙ্গে নিয়ে। মা, সনিয়া গান্ধীর জন্য নিয়ে এসেছেন এক দুর্দান্ত উপহার, একটি কুকুরছানা। রাহুল জানিয়েছেন, কুকুরছানাটির নাম নুরি। ছানাটিকে গোয়া থেকে উড়িয়ে নিয়ে এসে, তিনি তাঁর মাকে উপহার দিয়েছেন। রাহুল বলেছেন, “মায়ের জন্য ছোট্ট সারপ্রাইজ।”
এদিন নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন কংগ্রেস নেতা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সনিয়া গান্ধীর হাতে একটি উপহারের বাক্স তুলে দিয়ে, বাক্সটি খুলতে অনুরোধ করছেন রাহুল। সনিয়া প্রথমে একটু অনিচ্ছুক ছিলেন। কিন্তু, কুকুরটিকে দেখে মন গলে যায় তাঁর। সঙ্গে সঙ্গে নুরিকে কোলে তুলে নিতে দেখা যায় সনিয়াকে। রাহুল গান্ধী তাঁকে আরও জানান, ২-৩ ঘণ্টা সফর করে তাঁদের বাড়িতে পৌঁছেছে নুরি। সনিয়া গান্ধী প্রশ্ন করেন, ছানাটি মেয়ে কিনা। রাহুল জানান, নুরি মেয়ে। সনিয়া গান্ধীকে বলতে শোনা যায়, ও খুব মিষ্টি। এই দুর্দান্ত উপহারের জন্য রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।
জানা গিয়েছে, উত্তর গোয়ার মাপুসার এক কেনেল থেকে তিন মাস বয়সী কুকুরছানাটিকে দত্তক নিয়েছেন রাহুল। কেনেলটি চালান শর্বানি পিত্রে এবং তাঁর স্বামী স্ট্যানলি ব্রিগাঙ্জা। সূত্রের খবর, সফরের আগেই রাহুল গান্ধীর কার্যালয় থেকে তাঁদের কাছে একটি ফোন গিয়েছিল। ‘জ্যাক রাসেল টেরিয়ার’ জাতের কোনও কুকুরছানা আছে কিনা, জানতে চাওয়া হয়েছিল। এরপর, তাদের কেনেলে গিয়ে নুরিকে নিজে হাতে বেছে নেন রাহুল। একটি ভিডিয়ো ক্লিপে, রাহুলকে ওই কেনেলে একদল কুকুরছানার মধ্য থেকে নুরিকে বেছে নিতে দেখা গিয়েছে। এরপরই গোয়া থেকে নুরিকে সঙ্গে নিয়ে নয়া দিল্লিতে উড়ে এসেছিলেন রাহুল।
রাহুলের শেয়ার করা ভিডিয়োর পরের অংশে নুরিকে সনিয়া এবং তাঁর অন্য পোষ্য কুকুর ‘লাপো’-র সঙ্গে খেলতে দেখা গিয়েছে। নুরিকে একটি মোবাইলের কভার এবং লন্ড্রির ঝুড়ি চিবোতেও দেখা গিয়েছে। অর্থাৎ, গান্ধী পরিবারে দারুণভাবে মানিয়ে নিয়েছে, পরিবারের নতুন সদস্য।
এর আগেও, রাহুল গান্ধীর পোষা কুকুর সংবাদ শিরোনামে উঠে এসেছিল। ২০১৭ সালে, তিনি তাঁর পোষা কুকুর ‘পিডি’-কে নিয়ে একটি টুইট করেছিলেন। এরপরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, অসমের কংগ্রেস নেতারা তাঁদের সমস্যা নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছলেন। সেই সময় তাদের যে প্লেটে খেতে দেওয়া হয়েছিল, সেই একই প্লেট থেকে বিস্কুট নিয়ে পিডিকে খাইয়েছিলেন রাহুল গান্ধী।
নয়া দিল্লি: বুধবার (৪ অক্টোবর), বিশ্ব প্রাণী দিবসে, তাঁর পরিবারের নতুন সদস্যের সঙ্গে গোটা বিশ্বের পরিচয় করিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত অগস্ট মাসে অল্পদিনের জন্য গোয়া গিয়েছিলেন তিনি। গিয়েছিলেন একাই, কিন্তু ফিরেছেন আরও একজনকে সঙ্গে নিয়ে। মা, সনিয়া গান্ধীর জন্য নিয়ে এসেছেন এক দুর্দান্ত উপহার, একটি কুকুরছানা। রাহুল জানিয়েছেন, কুকুরছানাটির নাম নুরি। ছানাটিকে গোয়া থেকে উড়িয়ে নিয়ে এসে, তিনি তাঁর মাকে উপহার দিয়েছেন। রাহুল বলেছেন, “মায়ের জন্য ছোট্ট সারপ্রাইজ।”
এদিন নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন কংগ্রেস নেতা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সনিয়া গান্ধীর হাতে একটি উপহারের বাক্স তুলে দিয়ে, বাক্সটি খুলতে অনুরোধ করছেন রাহুল। সনিয়া প্রথমে একটু অনিচ্ছুক ছিলেন। কিন্তু, কুকুরটিকে দেখে মন গলে যায় তাঁর। সঙ্গে সঙ্গে নুরিকে কোলে তুলে নিতে দেখা যায় সনিয়াকে। রাহুল গান্ধী তাঁকে আরও জানান, ২-৩ ঘণ্টা সফর করে তাঁদের বাড়িতে পৌঁছেছে নুরি। সনিয়া গান্ধী প্রশ্ন করেন, ছানাটি মেয়ে কিনা। রাহুল জানান, নুরি মেয়ে। সনিয়া গান্ধীকে বলতে শোনা যায়, ও খুব মিষ্টি। এই দুর্দান্ত উপহারের জন্য রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।
জানা গিয়েছে, উত্তর গোয়ার মাপুসার এক কেনেল থেকে তিন মাস বয়সী কুকুরছানাটিকে দত্তক নিয়েছেন রাহুল। কেনেলটি চালান শর্বানি পিত্রে এবং তাঁর স্বামী স্ট্যানলি ব্রিগাঙ্জা। সূত্রের খবর, সফরের আগেই রাহুল গান্ধীর কার্যালয় থেকে তাঁদের কাছে একটি ফোন গিয়েছিল। ‘জ্যাক রাসেল টেরিয়ার’ জাতের কোনও কুকুরছানা আছে কিনা, জানতে চাওয়া হয়েছিল। এরপর, তাদের কেনেলে গিয়ে নুরিকে নিজে হাতে বেছে নেন রাহুল। একটি ভিডিয়ো ক্লিপে, রাহুলকে ওই কেনেলে একদল কুকুরছানার মধ্য থেকে নুরিকে বেছে নিতে দেখা গিয়েছে। এরপরই গোয়া থেকে নুরিকে সঙ্গে নিয়ে নয়া দিল্লিতে উড়ে এসেছিলেন রাহুল।
রাহুলের শেয়ার করা ভিডিয়োর পরের অংশে নুরিকে সনিয়া এবং তাঁর অন্য পোষ্য কুকুর ‘লাপো’-র সঙ্গে খেলতে দেখা গিয়েছে। নুরিকে একটি মোবাইলের কভার এবং লন্ড্রির ঝুড়ি চিবোতেও দেখা গিয়েছে। অর্থাৎ, গান্ধী পরিবারে দারুণভাবে মানিয়ে নিয়েছে, পরিবারের নতুন সদস্য।
এর আগেও, রাহুল গান্ধীর পোষা কুকুর সংবাদ শিরোনামে উঠে এসেছিল। ২০১৭ সালে, তিনি তাঁর পোষা কুকুর ‘পিডি’-কে নিয়ে একটি টুইট করেছিলেন। এরপরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, অসমের কংগ্রেস নেতারা তাঁদের সমস্যা নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছলেন। সেই সময় তাদের যে প্লেটে খেতে দেওয়া হয়েছিল, সেই একই প্লেট থেকে বিস্কুট নিয়ে পিডিকে খাইয়েছিলেন রাহুল গান্ধী।