খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের তকমা, ‘যুগান্তকারী পদক্ষেপ’ কেন্দ্রের

সুমন মহাপাত্র |

Jul 03, 2021 | 12:28 PM

MSME: এ বার খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা ছোট শিল্পের সুযোগ সুবিধা পাবেন।

খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের তকমা, যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রের
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: এ বার খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের তকমা দিল কেন্দ্র। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইট করে জানিয়েছেন এ কথা। এ বার খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা ছোট শিল্পের সুযোগ সুবিধা পাবেন। টুইটে নমো লিখেছেন, “আমাদের সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট এসএসএমইর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা তাদের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে সাহায্য করবে।”

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, প্রায় আড়াই কোটি ব্যবসায়ী এই সুবিধা পাবেন। করোনা আবহে বারবার লকডাউনের জেরে অর্থনীতি স্তব্ধ। খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও বাজারে মার খেয়েছেন। দীর্ঘদিন ধরে ব্য়বসায়ীরা তাই কেন্দ্রের সাহায্য চাইছিলেন। এর আগে এমএসএমইতে ব্যবসায়ীদের ঢোকানোয় আপত্তি ছিল ছোট শিল্পমহলের। তখন বাদ পড়েছিলেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা।

সুবিধা কী কী?

*ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার পায়। অত্যন্ত কম সুদে ঋণ পায় তারা। এ বার সেই সুবিধা পাবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও।

* এ বার শুধুমাত্র এমএসএমই-র জন্য বরাদ্দ ৫৯ মিনিটে ঋণ অনুমোদন, গ্যারান্টিযুক্ত ঋণ-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও।

*উদ্যম রেজিস্ট্রেশন পোর্টালে নাম লেখাতে পারবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা। সরকারি দরপত্র পেতে এমএসএমই এই পোর্টালে রেজিস্ট্রেশন করে। সেই সুযোগও পাবে খুচরো ও পাইকারি ব্যবসা।

তবে এত কিছুর পরেও সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে। এই সংযুক্তির ফলে উৎপাদন শিল্প মার খাবে না তো? এই প্রশ্ন থেকেই যাচ্ছে বিশেষজ্ঞদের মনে। এমএসএমই-র বরাদ্দে পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা ভাগ বসালে সমস্যা হবে না তো? উঠছে এই প্রশ্নও।

আরও পড়ুন: নতুন নিয়মে ১ মাসেই ফেসবুক থেকে উধাও ৩ কোটি পোস্ট

Next Article