AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi In Arunachal Pradesh: উন্নয়ন বাতিলের ‘বদভ্যাস’, অরুণাচলে ‘জিএসটি-কথার’ সঙ্গে কংগ্রেসকেও বিঁধলেন মোদী

PM Modi Launches ‘Pride of Local’ Campaign: বরাবর মোদী সরকারের দিকে সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা চাপানোর অভিযোগ তুলেছে বিরোধী শিবির। কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসতেই দেশে অর্থনৈতিক পরিসরে এমন কিছু বদল ঘটিয়েছে এনডিএ সরকার। যা কোথাও গিয়ে সেই অভিযোগগুলিকে ধুয়ে-মুছে একেবারে সাফ করে দিয়েছে, বলেই মত একাংশের।

PM Modi In Arunachal Pradesh: উন্নয়ন বাতিলের 'বদভ্যাস', অরুণাচলে 'জিএসটি-কথার' সঙ্গে কংগ্রেসকেও বিঁধলেন মোদী
অরুণাচল প্রদেশে মোদীImage Credit: PTI
| Updated on: Sep 22, 2025 | 2:42 PM
Share

নয়াদিল্লি: জাতির উদ্দেশে ভাষণ থেকে অরুণাচলের সভা। মোদীর মুখে বজায় রইল জিএসটি-কথা। সোমবার অরুণাচল প্রদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে ৫ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জিএসটি-কে ‘ডবল ধামাকা’ বলে উল্লেখ করেছেন তিনি। এদিন তিনি বলেন, ‘জিএসটি-র সাশ্রয় উৎসব শুরু হয়ে গিয়েছে। এই উৎসবের মাসে সাধারণ মানুষ একেবারে ডবল ধামাকা পেলেন। যাতে তাদেরই সাশ্রয়ের সুবৃদ্ধি ঘটবে। নতুন জিএসটি কাঠামোর দৌলতে মহিলারা তাদের রান্নাঘরের সামগ্রীতে প্রচুর টাকা বাঁচাতে পারবেন।’

বরাবর মোদী সরকারের দিকে সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা চাপানোর অভিযোগ তুলেছে বিরোধী শিবির। কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসতেই দেশে অর্থনৈতিক পরিসরে এমন কিছু বদল ঘটিয়েছে এনডিএ সরকার। যা কোথাও গিয়ে সেই অভিযোগগুলিকে ধুয়ে-মুছে একেবারে সাফ করে দিয়েছে, বলেই মত একাংশের। অরুণাচলে গিয়ে নিজের সভা থেকেও ঘুরপথে সেই কথাটাই মনে করালেন মোদী।

পূর্বতন কংগ্রেস সরকারের দিকে শুল্ক-তির ছুড়ে দিলেন তিনি। বললেন, ‘কংগ্রেস সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা চাপিয়ে রেখেছিল। কিন্তু আমাদের সরকার সেই বোঝাকে সময়ের সঙ্গে প্রায় সরিয়ে দিয়েছে। জনসাধারণ স্বস্তি পেয়েচে।’

তাঁর সংযোজন, ‘কংগ্রেসের একটা বদভ্যাস রয়েছে। তাঁরা কিছু উন্নয়নমূলক কাজ করতে চায় না। কোনও কাজ যদি তাদের কাছে খুব কঠিন হয়, তা হলে তা তারা আর ধরেও দেখেন না। আর কংগ্রেসের এই বদভ্যাসের কারণেই অরুণাচল প্রদেশকে ভুগতে হয়েছে। ভুগতে হয়েছে গোটা উত্তর-পূর্ব ভারতকে। এই পাহাড়-বনাঞ্জলে ঘিরে থাকা জায়গায় যখন উন্নয়ন আনতে তারা পারত না। তখনই সেই জায়গাকে প্রান্তিক, পিছিয়ে পড়া বলে ঘোষণা করে দিত।’