PM Modi: দীপাবলির আগে ‘রোজগার মেলার’ সূচনা মোদীর, ৭৫,০০০ নাগরিকের হাতে আজই নিয়োগপত্র

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 22, 2022 | 1:02 PM

PM Modi: শনিবার রোজগার মেলার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ৭৫ হাজার যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেবেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা।

PM Modi: দীপাবলির আগে রোজগার মেলার সূচনা মোদীর, ৭৫,০০০ নাগরিকের হাতে আজই নিয়োগপত্র
ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দীপাবলির আগে শনিবার ‘রোজগার মেলার’ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করে বলেছেন, রোজগার মেলায় ১০ লক্ষ মানুষ চাকরি পাবেন। তিনি এই উদ্যোগকে নিয়োগ ও স্বনির্ভর ক্ষেত্রে গত ৮ বছরে একটি মাইলস্টোন পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। শনিবারই দেশের বিভিন্ন শহরে ৭৫ হাজার যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত ৮ বছরে গৃহীত বিভিন্ন সংস্কারের কারণে ভারত বিশ্বের পঞ্চতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে এদিন বলেছেন,”আমাদের কর্মযোগীদের” প্রচেষ্টায় সরকারি বিভাগগুলির দক্ষতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, ‘এটা সত্য যে বিশ্বের অনেক বড় অর্থনীতি মুদ্রাস্ফীতি, বেকারত্বের সঙ্গে লড়াই করছে… ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের প্রভাবগুলি ১০০ দিনে দূর হতে পারে না।’ এদিন মোদীর কণ্ঠে ফের মেক ইন্ডিয়ার প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘মেক ইন ইন্ডিয়া। দেশ এখন আমদানিকারক থেকে রফতানিকারক দেশে রূপান্তরিত হচ্ছে। এরকম অনেক ক্ষেত্র রয়েছে যেখানে দেশ গ্লোবাল হাবের অংশ হয়ে উঠেছে। ‘ তাঁর আরও সংযোজন, ‘যখন খবর পাওয়া যায় যে, ভারত থেকে প্রতি মাসে ১০০ কোটি মোবাইল ফোন বাইরে রফতানি হয় তখন তা আমাদের দেশের সামর্থ্যকেই তুলে ধরে। ভারত যখন রফতানির সমস্ত পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেয় তখন এটাই প্রমাণ হয় যে গ্রাউন্ড লেভেলে প্রচুর চাকরিও তৈরি হয়েছে।’

প্রসঙ্গত, দীপাবলির আগে দেশের ৭৫ হাজার যুবকের জন্য বড় ‘উপহার’ ঘোষণা করা হবে শনিবারই। এই রোজগার মেলার অধীনে ৫০ জন কেন্দ্রীয় মন্ত্রী দেশের বিভিন্ন জায়গা থেকে ২০ হাজার জন যুবককে নিয়োগপত্র দেবেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জয়পুর যাবেন নিয়োগপত্র তুলে দিতে, বেসামরিক উড়ান পরিষেবার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভোপাল এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর চণ্ডীগঢ় থেকে নিয়োগপত্র হস্তান্তর করবেন।

 

Next Article