PM Modi: এই দীপাবলিতে ৭৫,০০০ চাকরির ঘোষণা করতে পারেন নমো

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 20, 2022 | 1:44 PM

PM Modi: এই দীপাবলিতে ৭৫ হাজার যুবকের জন্য চাকরি ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দীপাবলির আগেই যুবকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন তিনি।

PM Modi: এই দীপাবলিতে ৭৫,০০০ চাকরির ঘোষণা করতে পারেন নমো
গ্রাফিক্স সৌজন্যে: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: দু’দিন বাদেই দীপাবলি। আর এই দীপাবলি উপলক্ষে দেশের যুবকদের জন্য বড় উপহার ঘোষণা করতে পারে কেন্দ্র। এইবার দেশজুড়ে একটু অন্য দীপাবলির সাক্ষী থাকবেন নাগরিকরা। দেশের বেকার যুবকদের ঘরে আলো নিয়ে আসবে এই দীপাবলি। কারণ এই দীপাবলিতেই দেশের ৭৫ হাজার যুবকের জন্য চাকরির ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী ২২ অক্টোবর শনিবার দীপাবলির ঠিক দু’দিন আগে দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধামন্ত্রী। সেই আলোচনাতেই দীপাবলির ‘উপহার’ হিসেবে তিনি দেশের ৭৫ হাজার যুবককে চাকরির ঘোষণা করতে পারেন।

সূত্রের খবর, ২২ অক্টোবরই দেশের যুবদের হাতে চাকরির শংসাত্র তুলে দেওয়া হতে পারে। বিভিন্ন মন্ত্রক ও সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পাবেন দেশের যুবকরা। প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) , রেল মন্ত্রক (Railway Ministry),ডাক বিভাগ (Post Department), স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry), শ্রম ও নিয়োগ মন্ত্রক ( Labour and Employment Ministry), কেন্দ্রীয় ইন্ডাস্ট্রিয়াল নিরাপত্তা বাহিনী (Central Industrial Security Force), কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Bureau of Investigation), ব্যাঙ্কিং (Banking) সহ একাধিক বিভাগে কাজ করার সুযোগ পাবে দেশের যুব সম্প্রদায়। প্রসঙ্গত, এর আগে জুন মাসে দেশের যুব সম্প্রদায়ের জন্য আগামী দেড় বছরে ১০ লক্ষ সরকারি চাকরির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই ‘অগ্নিপথ প্রকল্পের’ঘোষণা করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের মাধ্যমে। এরপর এই দীপাবলিতে ৭৫ হাজার নিয়োগপত্র দিতে পারেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, সেদিন এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শহর থেকে অংশ নেবেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা। যেমন, ওড়িশা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, গুজরাট থেকে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, চণ্ডীগঢ় থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, মহারাষ্ট্র থেকে বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল, রাজস্থান থেকে রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব, তামিলনাডু থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, উত্তর প্রদেশ থেকে শিল্প মন্ত্রী মহেন্দ্র পান্ডে, ঝাড়খণ্ড থেকে আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা ও বিহার থেকে পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং এই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত থাকবেন। এছাড়াও দেশের অন্যান্য শহর থেকে বিভিন্ন মন্ত্রী ও নিজ নিজ লোকসভাকেন্দ্র থেকে এই ভিডিয়ো কনফারেন্সে অংশ নেবেন বিজেপি সাংসদরাও।

Next Article