AI নিয়ে বিল গেটসের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর! আসবে বড় লগ্নি?

Mar 01, 2024 | 9:48 AM

PM Modi meets Bill Gates: শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন, কৃষি ক্ষেত্রে উদ্ভাবন, স্বাস্থ্য পরিষেবা, জলবায়ু পরিবর্তন এবং ভারত থেকে বাকি বিশ্ব কী কী শিক্ষা নিতে পারে - এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন বিল গেটস এবং নরেন্দ্র মোদী। সাক্ষাতের পর, সোশ্যাল মিডিয়ায় বিল গেটস জানিয়েছেন, "নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা সর্বদাই অনুপ্রেরণাদায়ক।"

AI নিয়ে বিল গেটসের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর! আসবে বড় লগ্নি?
নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ বিল গেটসের
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে ভারত সফরে করছেন মাইক্রোসফট সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি ভারতে আসবেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন না, তাও কি হয়? বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন তিনি। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন, কৃষি ক্ষেত্রে উদ্ভাবন, স্বাস্থ্য পরিষেবা, জলবায়ু পরিবর্তন এবং ভারত থেকে বাকি বিশ্ব কী কী শিক্ষা নিতে পারে, এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন হিল গেটস এবং নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে সাক্ষাতের পর, সোশ্যাল মিডিয়ায় বিল গেটস জানিয়েছেন, “নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা সর্বদাই অনুপ্রেরণাদায়ক। আমরা দুজনে অনেক বিষয়ে আলোচনা করেছি।”

বিল গেটস আরও বলেছেন, “আমরা জনকল্যাণের জন্য এআই ব্যবহারের বিষয়ে কথা বলেছি। কথা বলেছি মহিদারে নেতৃত্বে উন্নয়ন, কৃষিতে উদ্ভাবন, স্বাস্থ্য পরিষেবা, জলবায়ু পরিবর্তন এবং কীভাবে আমরা বিশ্ববাসী ভারত থেকে শিক্ষা নিতে পারি এই সব বিষয়েও।” অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী, বিল গেটসের সঙ্গে সাক্ষাৎকে ‘বিস্ময়কর’ বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন, “যে বিষয়গুলি আমাদের গ্রহকে আরও ভাল করে তুলবে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে ক্ষমতায়িত করবে, এমন বিষয়গুলি নিয়ে আলোচনা করা সবসময়ই আনন্দের বিষয়।” মোদীর সঙ্গে সাক্ষাতের আগে, বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেন বিল গেটস।


মঙ্গলবার রাতে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ওড়িশায় পৌঁছন। বুধবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেছিলেন। রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে ভুবনেশ্বরের একটি বস্তিও পরিদর্শন করেন বিল গেটস। সেখানকার বাসিন্দাদের জীবনযাপন সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির বিভিন্ন সদস্যদের সঙ্গেও কথা বলেন বিল গেটস। নয়া দিল্লি থেকে তিনি যাবেন গুজরাটে। গুজরাচের জামনগরে বসছে রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের আসর। দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তির এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। বিল গেটসও এই অনুষ্ঠানে অংশ নেবেন।

 

Next Article