নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আর বেশি দেরী নেই। প্রার্থী তালিকা তৈরি করতে কোমর বেঁধে নেমেছে বিজেপি (BJP)। বৃহস্পতিবার মধ্যরাত অবধি চলল বৈঠক। রাত ১১টা থেকে শুরু হয় বৈঠক, চলে রাত ৩টে অবধি। সূত্রের খবর, রাতভরের এই বৈঠকের পরই আজ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। প্রথম তালিকাতেই থাকবে ১০০ জনের নাম। এরমধ্যে অধিকাংশই আবার হেভিওয়েট নেতা।
তৃতীয়বার ক্ষমতায় ফেরাই লক্ষ্য, সেই কারণে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চায় না বিজেপি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত ৩ টে ১৫ মিনিট অবধি বৈঠক চলে। সূত্রের খবর, প্রার্থী তালিকা তৈরির আগে সাংসদদের সম্পর্কে ফিডব্যাক নেওয়া হয়। নতুন প্রার্থী কাদের বাছা হবে, তা নিয়েও আলোচনা হয়।
দলীয় সূত্রে খবর, বিজেপির প্রথম প্রার্থী তালিকাতে বড় বড় ও হেভিওয়েট প্রার্থীদের নাম থাকবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম থাকতে পারে। প্রথম প্রার্থী তালিকায় উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাট ও দক্ষিণ ভারতের কেরল, তেলঙ্গানায় প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।
জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশ, পঞ্জাব ও তামিলনাড়ুতে এখনও অবধি প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়নি। আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। অকালি দল ও এআইএডিএমকে-র সঙ্গে নতুন করে জোট তৈরি করতে আগ্রহী বিজেপি। অন্যদিকে, ওয়াইএসআর কংগ্রেস ও তেলুগু দেশম পার্টির মধ্যে কার সঙ্গে জোট বাধবে বিজেপি, তাও এখনও চূড়ান্ত হয়নি।
সূত্রের খবর, আজ দুপুরেই প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকেই এবার প্রার্থী হবেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থী হতে পারেন গুজরাটের গান্ধীনগর থেকে।
বাকি হেভিওয়েট প্রার্থীদের মধ্যে নাম থাকতে পারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। দুইজনেই মধ্য প্রদেশ থেকে প্রার্থী হতে পারেন। রাজনাথ সিং গুনা থেকে এবং সিন্ধিয়া শিবপুরী থেকে প্রার্থী হতে পারেন। এছাড়াও অসমের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নামও প্রথম প্রার্থী তালিকায় থাকতে পারে।