Arvind Kejriwal: সিসোদিয়ার বিরুদ্ধে মামলায় নজরদারি প্রধানমন্ত্রী মোদীর, দাবি কেজবীবালের
PM Narendra Modi: দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে ইডি এবং সিবিআই। সেই মামলার উপর প্রধানমন্ত্রী নিজের নজরদারি করছেন বলে অভিযোগ কেজরীবালের।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শনিবার আম আদমি পার্টিং দশম প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রের শাসক বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে ইডি এবং সিবিআই। সেই মামলার উপর প্রধানমন্ত্রী নিজের নজরদারি করছেন বলে অভিযোগ কেজরীবালের। বিষয়টি নিয়ে মোদী ইডি এবং সিবিআই-এর ডিরেক্টরদের সঙ্গে দেখাও করেছেন বলে দাবি আপ প্রধানের। বিষয়টি নিয়ে কেজরীবাল বলেছেন, “প্রধানমন্ত্রী নিজে মামলাগুলির উপর নজরদারি করছেন। সিবিআই এবং ইডি-র প্রধানদের সঙ্গে দেখা করে নির্দেশ দিয়েছেন যে কোনও উপায়ে সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের। কিন্তু গোটা তদন্ত প্রক্রিয়ায় সিসোদিয়ার বিরুদ্ধে কোনও প্রমাণই জোগাড় করতে পারেনি কেন্দ্রের গোয়েন্দা সংস্থারা।”
দিল্লির লিকার পলিসি মামলায় শনিবার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই মামলার চার্জশিটেও সিসোদিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি কেজরীর। প্রধানমন্ত্রীর নির্দেশে সিসোদিয়াকে গ্রেফতার করতে উঠে পড়ে লেগেছে সিবিআই। শনিবার এই অভিযোগও করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে কিছুই খুঁজে পায়নি গোয়েন্দা সংস্থারা। যদি তাঁরা সামান্যতম প্রমাণও খুঁজে পায়, তাহলেই সিসোদিয়াকে গ্রেফতার করবে।” নিজের বক্তব্যের সপক্ষে কেজরী জানিয়েছেন, সিসোদিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে এ রকম ৫০০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, গদি ছিঁড়ে দিয়েছে, ব্যাঙ্কের লকার খুঁজেছে। কিন্তু কোথাও টাকা খুঁজে পায়নি।
এ সবের পাশাপাশি নিজের স্বচ্ছ বলেছেন কেজরীবাল। গর্বের সঙ্গে নিজেকে ‘কট্টর ইমানদার’ ঘোষণা করেছেন তিনি। এমনকি দেশে এখন এমন কোনও রাজনীতিবিদ নেই, যিনি নিজেকে ‘কট্টর ইমানদার’ বলে দাবি করবেন। এমনই দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। পাশাপাশি গত ১০ বছরে তাঁর দল আম আদমি পার্টি ভারতের রাজনীতিতে ইতিহাস তৈরি করেছে বলেও দাবি কেজরীর।