Narendra Modi: ‘নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়, কিন্তু…’, জি৭ সম্মেলনের আগে খোলামেলা প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 19, 2023 | 6:57 PM

PM Modi G7 Summit: শুক্রবারই (১৯ মে), গ্রুপ অব সেভেন বা জি৭ (G7)-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে জাপানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ভারত-পাকিস্তান সম্পর্ক, ভারত-চিন সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশ করলেন তিনি।

Narendra Modi: নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়, কিন্তু..., জি৭ সম্মেলনের আগে খোলামেলা প্রধানমন্ত্রী
জাপানের হিরোশিমায় পা রাখলেন প্রধানমন্ত্রী মোদী

Follow Us

নয়া দিল্লি: শুক্রবারই (১৯ মে), গ্রুপ অব সেভেন বা জি৭ (G7)-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, আসন্ন জি৭ শীর্ষ সম্মেলনে গ্লোবাল সাউথ দেশগুলির কণ্ঠস্বর এবং উদ্বেগগুলি তুলে ধরবেন তিনি। আরও জানিয়েছেন, শক্তি, ডিজিটাল প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলের মতো ক্ষেত্রে আন্তর্জাতিক পরিবর্তন এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে চান তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় নির্ভরযোগ্য অংশীদার হিসাবে ভূমিকা নেবে ভারত। ভারতের অভিজ্ঞতা জি৭ সম্মেলনে অনুরণিত হবে।” ভারত, জি৭ গোষ্ঠীর সদস্য দেশ নয়। তবে, ভারতকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন জি৭ গোষ্ঠীর বর্তমান সভাপতি দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এই সম্মেলনে যোগ দেওয়ার আগে, জাপানি সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’কে দেওয়া এক সাক্ষাতকারে ভারত-পাকিস্তান সম্পর্ক, ভারত-চিন সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশ করলেন।

ভারত-পাকিস্তান সম্পর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক এবং প্রতিবেশীর মতো’ সম্পর্ক গড়তে চায় নয়া দিল্লি। কিন্তু, তার জন্য সন্ত্রাসবাদ এবং শত্রুতা মুক্ত অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব পাকিস্তানের। এই বিষয়ে ইসলামাবাদকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত বরাবর শান্তির পক্ষে রয়েছে এবং দৃঢ়ভাবে সেই অবস্থানেই থাকবে। তাদের মৌলিক চাহিদা মেটাতে, বিশেষ করে খাদ্য, জ্বালানি এবং সারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সময় যারা চ্যালেঞ্জের সম্মুখীন, তাদের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। আমাদের সময় সহযোগিতার সময়, সংঘাতের নয়। গ্লোবাল সাউথের সদস্য হিসাবে, যে কোনও বহুপক্ষীয় প্ল্যাটফর্মে বিভিন্ন কণ্ঠের মধ্যে সেতু হিসেবে কাজ করাই আমাদের আগ্রহের বিষয়।”

ভারত-চিন সম্পর্ক

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “চিনের সঙ্গে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতি বজায় থাকা অপরিহার্য। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ রক্ষিত হলেই ভারত-চিন সম্পর্কের উন্নয়ন ঘটতে পারে।” প্রধানমন্ত্রী আরও জানান, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে তা এই অঞ্চল এবং গোটা বিশ্বই উপকৃত হবে।

ভারত-জাপান অংশিদারিত্ব

ভারত-জাপান অংশিদারিত্বর বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসনের মতো সাধারণ মূল্যবোধই ভারত ও জাপানের সম্পর্ককে শক্তিশালী করেছে। তিনি বলেন, “আমাদের (ভারত ও জাপানের) রাজনৈতিক, কৌশলগত, নিরাপত্তাগত এবং অর্থনৈতিক স্বার্থ এখন ক্রমে এক অভিমুখী হয়ে উঠছে।

রাষ্ট্রপুঞ্জের সংস্কার

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভের জন্য দীর্ঘদিন ধরেই রাষ্ট্রপুঞ্জের সংস্কারের দাবি তুলছে ভারত। এই বিষয়ে জি৭ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক সংগঠনগুলি ‘সেকেলে মানসিকতায়’ চলছে। তিনি বলেছেন, “জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মহামারী, সন্ত্রাসবাদ এবং আর্থিক সংকটের মতো সমসাময়িক চ্যালেঞ্জগুলি মোকাবিলার সময় এই ঘাটতিগুলি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পাশাপাশি আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মতো মহাদেশগুলির স্থায়ী প্রতিনিধিত্ব অস্বীকার করলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা এবং এর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে সবসময় প্রশ্ন উঠবে।”

Next Article