Review Meeting Of Modi : দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই পর্যালোচনা বৈঠকে মোদী

Review Meeting Of Modi : দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। বুধবার পর্যালোচনা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Review Meeting Of Modi : দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই পর্যালোচনা বৈঠকে মোদী
(ছবি সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 10:49 PM

নয়া দিল্লি : দেশে আবার ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। বর্তমানে রাজধানীর ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। দিল্লিতে পুনরায় মাস্ক পরা ও অন্যান্য কোভিডবিধি কার্যকর করা হয়েছে। এই আবহে বুধবার একটি বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে, কোভিড-১৯ পরিস্থিতি নিয়েই ভিডিয়ো কনফারেন্সে একটি পর্যালোচনা বৈঠক করবেন মোদী।

রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য়মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য মন্ত্রকের আধিকারিকরা এই পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বর্তমান মহামারি পরিস্থিতি, টিকা দেওয়ার পরিমাণ (বিশেষত বুস্টার ডোজ় নিয়ে) এবং নির্দিষ্ট কিছু রাজ্যে সংক্রমণের গতিপথ সম্পর্কে একটি উপস্থাপনা দেবেন। পূর্ববর্তী কোভিড-১৯ ঢেউয়ের সময়ও প্রধানমন্ত্রী বারবার এই পর্যালোচনা বৈঠক করেছিলেন এবং গোটা পরিস্থিতির উপর তিনি নিজের নজর রেখেছিলেন।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে দেশে কোভিড-১৯ সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। এই পরিস্থিতিতে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছে। রবিবার দেশের দৈনিক করোনা সংক্রমণ ছিল ২,৫৯৩। পরপর দু’দিন আড়াই হাজারের উপরে দৈনিক করোনা সংক্রমণ। উত্তর প্রদেশ, দিল্লি, ও তামিলনাড়ুতে জনসমক্ষে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে পুনরায় মাস্ক ব্যবহারে জোর দেওয়া হয়েছে। বাইরে বেরোলে মাস্ক না পরলে পুনরায় জরিমানাও করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : Supreme Court : ‘ড্রাই স্টেট’ বিহারে মহিলার বাইকে মেলে মদ, অভিযুক্তের বিরুদ্ধে কী রায় সুপ্রিম কোর্টের?

আরও পড়ুন : PK-KCR Meet : কংগ্রেস যোগের জল্পনার মাঝেই পিকে-কেসিআর সাক্ষাৎ,ভোটকুশলীর মাথায় কোন সমীকরণ?

আরও পড়ুন : GMC Election 2022 : উত্তর-পূর্বেও উঠবে ঝাড়ুর ঝড়! গুয়াহাটি পৌরসভা নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে খাতা খুলল আপ