PM Modi: জল সংরক্ষণে দেশের নাগরিকদের অংশগ্রহণের ডাক মোদীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 05, 2023 | 1:16 PM

PM Modi: জল শক্তি মন্ত্রকের ন্যাশনাল কনফারেন্সে বৃহস্পতিবার ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন জল সংরক্ষণ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।

PM Modi: জল সংরক্ষণে দেশের নাগরিকদের অংশগ্রহণের ডাক মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি: জল সংরক্ষণে (Water Conservation) দেশের সব জনগণের অংশগ্রহণের দরকার। বৃহস্পতিবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এ দিন জল মন্ত্রকের ন্যাশনাল কনফারেন্সে (Water Ministry National Conference) ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি জল সংরক্ষণের বিভিন্ন প্রচেষ্টায় দেশের সব নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সরকারের একার প্রচেষ্টা সফল হতে পারে না।”

এই প্রথম রাজ্যের জলমন্ত্রীদের নিয়ে ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জলের উপর জাতীয় পর্যায়ে এই কনফারেন্সের আয়োজন করেছে। ভোপালে ৫ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি দু’দিন চলবে এই কনফারেন্স। এই কনফারেন্সের থিম ‘ওয়াটার ভিশন@২০৪৭’। এ দিন কনফারেন্সে উপস্থিত ছিলেন, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এই কনফারেন্সে একটি সেশনে সভাপতিত্ব করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ।

এই কনফারেন্সেই ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই কনফারেন্সে বলেন, বিভিন্ন রাজ্যের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের বিষয় হওয়া উচিত জল। দ্রুত নগরোন্নয়নের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে আগাম পরিকল্পনা করতে বলেছেন তিনি। প্রসঙ্গত, গত কয়েক দশক ধরেই বিভিন্ন রাজ্যের মধ্যে জল বণ্টন নিয়ে বিবাদ রয়েছে। সেই সূত্রেই তিনি জলকে সহযোগিতা ও সমন্বয়ের বিষয় হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেছেন, “আমাদের সাংবিধানিক ব্যবস্থায় জল রাজ্যের নিয়ন্ত্রণাধীন। জল সংরক্ষণের জন্য রাজ্যগুলির প্রচেষ্টা দেশের সম্মিলিত লক্ষ্যগুলি অর্জনে অনেক দূর এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, “জল সুরক্ষায় ভারতের অনেকটা অগ্রগতি হয়েছে। ২০৪৭ সালের জন্য আমাদের জলের লক্ষ্য অমৃত কালের প্রতি একটা বড় অবদান হবে। প্রতি জেলায় ৭৫ টি অমৃত সরোবর তৈরির জন্য কাজ হচ্ছে। এখনও পর্যন্ত ২৫,০০০ টি অমৃত সরোবর তৈরি হয়েছে।”

তিনি বলেন, মনরেগার অধীনে বেশিরভাগ কাজ জলের ক্ষেত্রেই করা উচিত বলে মনে করেন তিনি। কারণ তিনি এই জল সংরক্ষণ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচারের কথাও বলেন তিনি। শিল্প, কৃষিকাজের ক্ষেত্রে সবথেকে বেশি জলের ব্যবহার হয়ে থাকে। তিনি বলেন, তাই তাঁদের মধ্যে জল সংরক্ষণ নিয়ে সবথেকে বেশি সচেতনতা প্রচার করা উচিত। তিনি শস্য বৈচিত্র ও প্রাকৃতিক কৃষিকাজের উপর জোর দিতে বলেন। এ দিন জলাশয়ের দূষণ রোধের জন্য রাজ্যগুলিকে আবর্জনা ব্যবস্থাপনার উপর জোর দিতে বলেছেন মোদী। তিনি বলেছেন, রাজ্যগুলি টেমপ্লেট হিসেবে ‘নমামি গঙ্গে’ প্রকল্প ব্যবহার করতে পারে।

Next Article