Women Cop: মহিলা পুলিশকর্মীকে তরোয়াল দেখিয়ে খুনের হুমকি! রাতের শহরে হেনস্থার ঘটনায় চাঞ্চল্য

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 05, 2023 | 12:50 PM

Odisha: ভুবনেশ্বরের সায়েন্স পার্ক এলাকায় যখন মহিলা পুলিশকর্মীর গাড়ি ছিল, তখন তাঁকে ঘিরে ধরেন অভিযুক্তরা। তাঁদের জাল কাটিয়ে কোনও মতে রিজার্ভ পুলিশ অফিসাের গেটের কাছে পৌঁছন ওই মহিলা পুলিশকর্মী।

Women Cop: মহিলা পুলিশকর্মীকে তরোয়াল দেখিয়ে খুনের হুমকি! রাতের শহরে হেনস্থার ঘটনায় চাঞ্চল্য
প্রতীকী ছবি

Follow Us

ভুবনেশ্বর: ডিউটি করে রাতে বাড়ি ফিরছিলেন এক মহিলা পুলিশকর্মী। সে সময় তিনি তাঁকে হেনস্থার অভিযোগ উঠল এক দল ব্যক্তির বিরুদ্ধে। গাড়ি চড়ে এসেছিলেন ওই হেনস্থাকারী ব্যক্তিরা। মহিলা পুলিশকর্মীর গাড়ি আটকে তাঁরা হেনস্থা করেন বলে অভিযোগ। তাঁদের হাতে তরোয়াল ছিল বলে জানিয়েছেন ওই মহিলা পুলিশকর্মী। সেই তরোয়াল দিয়ে তাঁকে ভয় দেখানোও হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। মহিলা পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে ওই হেনস্থাকারীদের গাড়িকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার প্রতীক সিং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেনস্থার শিকার হওয়া ওই মহিলা পুলিশকর্মীর নাম শুভশ্রী নায়েক। তিনি মহিলা থানার সাব ইনস্পেক্টর পদে কর্মরত। ডিউটি করে রাত দেড়টা নাগাদ থানা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় তিন ব্যক্তি একটি গাড়ি করে তাঁকে তাড়া করেন বলে অভিযোগ। ভুবনেশ্বরের সায়েন্স পার্ক এলাকায় যখন মহিলা পুলিশকর্মীর গাড়ি ছিল, তখন তাঁকে ঘিরে ধরেন অভিযুক্তরা। তাঁদের জাল কাটিয়ে কোনও মতে রিজার্ভ পুলিশ অফিসাের গেটের কাছে পৌঁছন ওই মহিলা পুলিশকর্মী। সেখানে গিয়ে গাড়ি থামান তিনি। তখন হেনস্থাকারীরা তরোয়াল নিয়ে এসে তাঁকে খুনের হুমকি দেয় বলে অভিযোগে জানিয়েছেন ওই পুলিশকর্মী।

কিন্তু ওই মহিলার চিৎকার শুনে রিজার্ভ পুলিশ অফিস থেকে কয়েক জন পুলিশকর্মী ছুটে আসেন। তখনই অভিযুক্তরা গাড়ি ছুটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এর পর বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা পুলিশকর্মী। বিষয়টি নিয়ে ডেপুটি পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, শহরের সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে দেখছি। গাড়িটি চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে বলেছেন, “আমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এর সঙ্গে রাতের শহরে মহিলাদের নিরাপত্তার বিষয়টি জড়িয়ে রয়েছে।”

Next Article