Modi-Hasina Meet: ‘ফলপ্রসূ আলোচনা’, হাসিনার সঙ্গে বৈঠকের পর বাংলায় টুইট মোদীর

নয়াদিল্লিতে শুক্রবার বিকালে হয়েছে এই বৈঠক। সেই ছবি নিজের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করেছেন মোদী। বাংলায় লেখা সেই পোস্টে মোদী জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে।

Modi-Hasina Meet: 'ফলপ্রসূ আলোচনা', হাসিনার সঙ্গে বৈঠকের পর বাংলায় টুইট মোদীর
নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 8:28 PM

নয়াদিল্লি: জি২০ সম্মেলনের বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। নয়াদিল্লিতে শুক্রবার বিকালে হয়েছে এই বৈঠক। সেই ছবি নিজের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করেছেন মোদী। বাংলায় লেখা সেই পোস্টে মোদী জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মোদী লিখেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।”

জি২০ সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসেছেন ভারতে। শুক্র, শনি ও রবিবার মিলে ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। এই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে ব্রিটেন, জার্মানি ও জাপানের রাষ্ট্রপ্রধানরাও। শুক্রবারই মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মোদী।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের আলাদা গুরুত্ব রয়েছে। আগামী বছরই বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। সেই নির্বাচন ঘিরে বিভিন্ন দাবিদাওয়া তুলেছে সে দেশের বিরোধী দলগুলি। সুষ্ঠ নির্বাচন করানোর জন্য বিভিন্ন দেশের চাপও রয়েছে বাংলাদেশের উপর। এই পরিস্থিতিতে মোদীকে পাশে পেলে তা নিশ্চিতভাবে হাসিনা অক্সিজেন জোগাবে।