AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ৩ বছর আগে নৌসেনার হাতে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আজ আত্মনির্ভর ভারতের ‘প্রতীক’ INS বিক্রান্ত

PM Modi and INS Vikrant: এবছর দীপাবলিতে নৌসেনার সঙ্গে আইএনএস বিক্রান্তেই কাটিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার রাতে গোয়া ও কারওয়ারের উপকূলে দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরী নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, "কয়েক মাস আগেই আইএনএস বিক্রান্ত-র নাম শুনেই গোটা পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছিল। গোটা পড়শি দেশে এই রণতরী একটা আতঙ্কের ঢেউ তৈরি করেছিল।"

PM Modi: ৩ বছর আগে নৌসেনার হাতে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আজ আত্মনির্ভর ভারতের 'প্রতীক' INS বিক্রান্ত
আইএনএস বিক্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Oct 21, 2025 | 6:50 PM
Share

নয়াদিল্লি: সামরিক সরঞ্জামে আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। দেশীয় অস্ত্রেই শত্রুর ‘ঘুম’ উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেমনই একটি রণতরী হল আইএনএস বিক্রান্তআইএনএস বিক্রান্ত শত্রুদেশের জন্য কতটা ভয়ঙ্কর একদিন আগেই নিজের মন্তব্যে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘গোটা পড়শি দেশে এই রণতরী একটা আতঙ্কের ঢেউ তৈরি করেছিল।’ ভারতের এই রণতরীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর গভীর সংযোগ রয়েছে।

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম যুদ্ধবিমান বহনকারী রণতরী হল INS বিক্রান্ত। ২০২২ সালের সেপ্টেম্বরে ভারতীয় নৌসেনার হাতে এই রণতরীকে তুলে দেন প্রধানমন্ত্রী মোদীই। মিগ২৯ যুদ্ধবিমান বহন করতে পারে এই যুদ্ধজাহাজ। আইএনএস বিক্রান্তের দৈর্ঘ্য ২৬২ মিটার। আর ৬২ মিটার চওড়া। সহজ করে বললে, দুটো ফুটবল গ্রাউন্ডের সমান এই যুদ্ধজাহাজ। একসঙ্গে ৩০টি যুদ্ধবিমান বহন করতে পারে আইএনএস বিক্রান্ত। এর মধ্যে থাকতে পারেন ১৬০০ জন। যুদ্ধজাহাজটি নির্মাণে এক দশকের বেশি সময় লেগেছে। পশ্চিম নভাল কম্যান্ডের অধীনে এখন রয়েছে যুদ্ধজাহাজটি।

এবছর দীপাবলিতে নৌসেনার সঙ্গে আইএনএস বিক্রান্তেই কাটিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার রাতে গোয়া ও কারওয়ারের উপকূলে দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরী নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, “কয়েক মাস আগেই আইএনএস বিক্রান্ত-র নাম শুনেই গোটা পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছিল। গোটা পড়শি দেশে এই রণতরী একটা আতঙ্কের ঢেউ তৈরি করেছিল। এর শক্তি এতটাই যে যুদ্ধ শুরুর আগেই শেষ করার ক্ষমতা রাখে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, আত্মনির্ভর ভারত ও মেড ইন ইন্ডিয়ার প্রতীকও হয়ে উঠেছে আইএনএস বিক্রান্ত। ভারত শুধু নিজের দেশের সেনার জন্য অস্ত্র তৈরি করছে না, বিদেশেও প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করছে। মোদী বলেন, “আমাদের একটাই লক্ষ্য, তা হল ভারতকে বিশ্বের শীর্ষ স্থানীয় প্রতিরক্ষা রফতানিকারকে পরিণত করা। গত এক দশকে সেই লক্ষ্যের দিকেই এগিয়েছিল আমরা। রফতানির পরিমাণও বেড়েছে ৩০ গুণ।”