Diwali in Kargil: এক যুগ পর মোদীর সঙ্গে দেখা মেজর অমিতের, ২১ বছরের পুরনো ছবি হাতে ফ্রেমবন্দি মুহূর্ত

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 24, 2022 | 3:40 PM

Diwali in Kargil: ২০০১ সালে গুজরাটের সৈনিক স্কুলে মোদীর সঙ্গে দেখা হয়েছিল বালক অমিতের। দীর্ঘ এক যুগ পর দীপাবলির দিন কার্গিলে ফের দেখা হল দু'জনের।

Diwali in Kargil: এক যুগ পর মোদীর সঙ্গে দেখা মেজর অমিতের, ২১ বছরের পুরনো ছবি হাতে ফ্রেমবন্দি মুহূর্ত
মোদীর সঙ্গে মেজর অমিত

Follow Us

নয়া দিল্লি: কার্গিল সীমান্তে দীপাবলি উদযাপনে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এদিন তিনি সেনা জওয়ানদের সঙ্গেই সারাটা দিন কাটাবেন বলে জানিয়েছেন। সেখান থেকেই তিনি সকল দেশবাসী ও গোটা বিশ্বের উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা জানান। সেনা জওয়ানদের সঙ্গে দেখা করে তিনি বলেছেন, “বহু বছর ধরেই আমার কাছে আপনারাই পরিবার…দীপাবলির এই শুভ দিনটি আপনাদের মাঝে কাটানোর সুযোগ পাওয়া সৌভাগ্য। এর থেকে ভালভাবে আর দীপাবলি কাটানো যায় না।” সকল সেনা জওয়ানের সঙ্গে দেখা করে তিনি নিজে হাতে তাঁদের মিষ্টিও খাওয়ান। আর এদিনের আলোর উৎসবেই উদযাপনের ফাঁকে মোদীর সঙ্গে দেখা হল এক’পূর্ব পরিচিতের’। প্রথম সাক্ষাৎ হয়েছিল প্রায় এক যুগ আগে। তখন সৈনিক স্কুলে সেই বালক পঠনরত। এখন তিনি সেনা জওয়ান। দেশবাসীর নিরাপত্তার দায়িত্ব তাঁর কাঁধে।

২০০১ সালের নভেম্বর। সেই সময় গুজরাটের জামনগর জেলার বালাচারিতে সৈনিক স্কুলের ছাত্র মেজর অমিত কুমার। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৈনিক স্কুলে কোনও একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে মোদীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন মেজর অমিত। সেই মুহূর্তের ছবি ফ্রেমবন্দিও করা হয়েছিল। এদিন ফের দীর্ঘ ২১ বছর পর সাক্ষাৎ মোদী ও অমিতের। এদিনও একসঙ্গে ছবি তোলেন দু’জনে। তবে হাতে সেই বাঁধানো ফ্রেমটা। সেই ফ্রেমে দেখা যাচ্ছে মোদীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন বালক অমিত।

এদিন এক সেনা আধিকারিক জানিয়েছেন, ‘আজ তাঁরা কার্গিলে আবার দেখা করলেন। এবং খুব আবেগপ্রবণ সাক্ষাৎ ছিল এটা।’ উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর গদিতে বসার পর থেকেই দিন বিভিন্ন সীমান্তে মোতায়েন সেনা জওয়ানের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মোদী। ২০১৪ সালে তিনি সিয়াচেনে মোতায়েন সেনা জওয়ানের সঙ্গে দীপাবলি কাটিয়েছিলেন। এবার বেছে নিয়েছেন কার্গিল। এদিন কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে বন্দে মাতরম গানও গেয়েছেন মোদী।

 

Next Article