নয়া দিল্লি ও কলকাতা: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল। রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ভিজিনাগারাম জেলায় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত ২৫ জন। তবে উদ্ধারকাজ এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দুর্ঘটনায় আহত ও নিহদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
আলামান্দা স্টেশনের কাছে প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনার পরই দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। তারপর পিএমও অফিসের তরফে টুইট করে এই ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ হাজার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। এই দুর্ঘটনা সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from the PMNRF for the next of kin of each deceased due to the train derailment between Alamanda and Kantakapalle section. The injured would be given Rs. 50,000. https://t.co/K9c2cRsePG
— PMO India (@PMOIndia) October 29, 2023
অন্যদিকে, আলামান্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, “কখনও দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কখনও বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীদের কোচে আটকে পড়া এবং ভাগ্যের কাছে আত্মহত্যা: এটি একটি সবচেয়ে দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তিমূলক ঘটনা হয়ে উঠেছে!!” নিহতদের স্বজনদের পাশে থাকার বার্তা দিয়ে দ্রুত উদ্ধারকাজ সম্পূর্ণ করা ও এই দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “কবে ঘুম ভাঙবে রেলের?”
Another disastrous rail collision, this time in Vizianagaram district in Andhra Pradesh, involving two passenger trains, and causing uptil now at least 8 deaths and injury of at least 25 more.
Frontal collisions between trains, derailment of compartments, helpless passengers…
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2023
অন্যদিকে, এদিনের দুর্ঘটনার সঙ্গে ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের অনেক মিল রয়েছে। ওভারহেড তার ছিঁড়ে পড়ায় প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে যায়, তখন ওই লাইনে কীভাবে এক্সপ্রেস ট্রেন চলে এল? দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটির চালক কি বিষয়টি নিকটবর্তী স্টেশনের কেবিনে দায়িত্বে থাকা আধিকারিকদের জানিয়েছিলেন? যদি জানিয়ে থাকেন তাহলে কেন ওই এক্সপ্রেস ট্রেনটিকে অন্য লাইনে দেওয়া হল না?- এই সব প্রশ্নও উঠছে। গোটা ঘটনা খতিয়ে দেখতে রেলওয়ে সেফটি কমিশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাতেই রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে। রেলমন্ত্রী নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন বলে সূত্রের খবর। এই দুর্ঘটনার জেরে চেন্নাই-হাওড়া শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বহু ট্রেনের রুট বদল করা হয়েছে এবং একাধিক ট্রেন বাতিল করা হতে পারে। উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি না সরানো পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।