নয়া দিল্লি: ষাটের দশক থেকে রক দুনিয়া মাতিয়ে আসছে রোলিং স্টোনস। সেই রোলিং স্টোনসের মিক জ্যাগার ভারতে ঘুরতে এসেছেন দীপাবলির মরশুমে। গতকাল একটি বাঁশবাগানের মধ্যে বসে গিটার বাজিয়ে গানের ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মিক। রোলিং স্টোনসের বিখ্যাত অ্যালবাম হ্যাকনি ডায়মন্ডসের থেকে ‘ড্রিমি স্কাইস’ গান গাইছিলেন তিনি। ভিডিয়োটি শেয়ার করে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মিক। হিন্দিতে লিখেছেন, “ধন্যবাদ ভারত। রোজকার কাজের থেকে দূরে, এখানে এসে আমার ভীষণ আনন্দ হল। আপনাদের সকলকে অনেক ভালবাসা রইল।” ভারতীয় সংস্কৃতি বলে, অতিথি দেব ভব। মিকের সেই টুইটের পর গানের সুরে সুরেই বিশ্বখ্যাত রক শিল্পীর সঙ্গে শুভেচ্ছা-বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দ্য রোলিং স্টোনসের ব্যান্ডেরই একটি গান রয়েছে ‘ইউ ক্যান নট গেট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট’। বাংলা করে হয়, তুমি যা খুঁজছো, সবসময় তা নাও পেতে পারো…। ষাটের দশকের শেষ দিকের সেই গান কয়েক দশক ধরে মাতিয়ে রেখেছে বিশ্বের রক দুনিয়াকে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই গানের লাইন তুলেই ধন্যবাদ জানালেন মিক জ্যাগারকে। নমো লিখেছেন, ‘ইউ ক্যান নট গেট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট’ কিন্তু ভারত এমন এক দেশ যেখানে সকলে কিছু না কিছু খুঁজছেন, অন্বেষণ করছেন। এ দেশের মাটি সকলকে পরম তৃপ্তি দিয়ে থাকে। সঙ্গে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “আপনিও যে এ দেশের মানুষ ও এখানকার সংস্কৃতির মধ্যে আনন্দ খুঁজে পেয়েছেন, তা জেনে আমার ভাল লাগছে। আবার আসবেন।”
‘You Can’t Always Get What You Want’, but India is a land brimming with seekers, offering solace and ‘Satisfaction’ to all.
Delighted to know you found joy among the people and culture here.
Do keep coming… https://t.co/UXKH529mu5
— Narendra Modi (@narendramodi) November 18, 2023
গত কয়েকদিন ধরেই ভারতে ঘুরে বেরিয়েছেন ব্রিটেনের বিখ্যাত রক শিল্পী। কলকাতার কালীপুজোও ঘুরে দেখেছেন। রাস্তায় রাস্তায় আলোক খেলা, মণ্ডপ, প্রতিমা দেখে অভিভূত তিনি। সেই ছবিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মিক। আর এবার ভারতবাসীকে ধন্যবাদ জানিয়ে ভিডিয়ো শেয়ার করলেন। দীপাবলিতে ভারতের অতিথি মিক জ্যাগারকে গানের সুরে সুরেই প্রতি-ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নমো।