Mann Ki Baat: নেশামুক্তি নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ, ‘মন কি বাতে’ মানস হেল্পলাইনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 28, 2024 | 12:48 PM

PM Narendra Modi: প্রধানমন্ত্রী বলেন, "সম্প্রতিই সরকার মানস নামে একটি বিশেষ সেন্টার খুলেছে। এই কেন্দ্রে নেশা মুক্তিতে সাহায্য করবে। সরকারের তরফে ১৯৩৩ হেল্পলাইনও চালু করা হয়েছে। নেশামুক্তি নিয়ে কোনও সাহায্যের প্রয়োজন হলে এই নম্বরে ফোন করুন।"

Mann Ki Baat: নেশামুক্তি নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ, মন কি বাতে মানস হেল্পলাইনের ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: অলিম্পিকে ভারতের প্রতিনিধিদের সমর্থন জানানোর আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১২ তম এপিসোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গোটা বিশ্বের চর্চার কেন্দ্রে রয়েছে প্য়ারিস অলিম্পিক। আমাদের দেশের ক্রীড়াবিদদের সামনেও দারুণ সুযোগ রয়েছে তিরঙ্গাকে বিশ্বের সামনে তুলে ধরার। আপনাদের সকলের উচিত এদের উৎসাহ জোগানো।”

এ দিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন-

  1. এই প্রথম খাদি গ্রাম শিল্পের বিক্রি থেকে লাভ দেড় লক্ষ কোটি পার করেছে। ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে খাদির বিক্রি। এতে অগুনতি কর্মসংস্থানের সুযোগও হবে।  এই শিল্পের সঙ্গে যুক্ত অধিকাংশই মহিলা।
  2. সম্প্রতিই সরকার মানস নামে একটি বিশেষ সেন্টার খুলেছে। এই কেন্দ্রে নেশা মুক্তিতে সাহায্য করবে। সরকারের তরফে ১৯৩৩ হেল্পলাইনও চালু করা হয়েছে। নেশামুক্তি নিয়ে কোনও সাহায্যের প্রয়োজন হলে এই নম্বরে ফোন করুন।
  3. হরিয়ানার রোহতক জেলায় ২৫০-রও বেশি মহিলার জীবনে সম্মৃদ্ধি এনেছে রঙ। এই মহিলারা হ্যান্ডলুম শিল্পের সঙ্গে যুক্ত। আগে এরা ছোট ছোট দোকান চালাত। এরপরে তারা উন্নতি স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দেন। এদের ব্লক প্রিন্টিং ও ডায়িংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে তাদের জীবন বদলে গিয়েছে।
  4. “চারাইদেও ময়দামকেও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। আরও পর্যটক আসবে। আপনাদেরও পরবর্তী ভ্রমণের প্ল্যানে এই সাইটকে অন্তর্ভুক্ত করতে বলছি।”
  5. “নিজের সংস্কৃতি নিয়ে গর্ববোধ করলেই দেশ এগিয়ে যেতে পারবে। আমাদের দেশেও একাধিক পদক্ষেপ করা হচ্ছে। এমনই একটি প্রকল্প হল প্রজেক্ট পরী, যার অর্থ হল পাবলিক আর্ট অব ইন্ডিয়া। উদাহরণ হিসাবে দিল্লির ভারত মণ্ডপম দেখতে পারেন, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। আমি কলা ও সংস্কৃতিপ্রেমীদের কাছে অনুরোধ করছি এই উদ্যোগে আরও অংশ নিন।”
  6. “সম্প্রতিই অঙ্কের অলিম্পিকও হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাথেমেটিক্স অলিম্পিয়াডে ১০০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিল। আমাদের দেশের প্রতিনিধিরাও দারুণ সাফল্য় পেয়েছে। প্রথম পাঁচে স্থান অর্জন করেছে।”
  7. “দেশবাসীর উচিত অলিম্পিকে আমাদের দেশের খেলোয়াড়দের উৎসাহ দেওয়া।”
Next Article