Narendra Modi at ISRO: বিক্রমের অবতরণ ক্ষেত্রের নাম ‘শিবশক্তি’, ‘ন্যাশনাল স্পেস ডে’ ঘোষণা মোদীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 26, 2023 | 10:09 AM

Narendra Modi at ISRO: চন্দ্রযান ৩-এর সফল অবতরণের সময় দক্ষিণ আফ্রিকায় ছিলেন প্রধানমন্ত্রী। সফর শেষে সোজা ইসরোর দফতরে মোদী।

Narendra Modi at ISRO: বিক্রমের অবতরণ ক্ষেত্রের নাম শিবশক্তি, ন্যাশনাল স্পেস ডে ঘোষণা মোদীর
ইসরো-তে মোদী
Image Credit source: ANI

Follow Us

বিদেশের মাটি থেকে ভারতের সাফল্যের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকা থেকে উপভোগ করেছিলেন সেই সাফল্যের মুহূর্ত। সেখান থেকেই ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জ্ঞাপনও করেছিলেন তিনি। এবার ভারতে ফিরেই সোজা ইসরোর দফতরে প্রধানমন্ত্রী।

সব আপডেট একনজরে:

  1. ১ সেপ্টেম্বর থেকে চন্দ্রযান নিয়ে বড় কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে কেন্দ্র। গোটা দেশের পড়ুয়াদের তাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানালেন মোদী।
  2. নেক্সট জেনারেশন কম্পিউটার বানানোর কথা বললেন মোদী। প্রধানমন্ত্রী মনে করেন, যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই দেশ সব ক্ষেত্রেই এগিয়ে থাকবে।
  3. গ্রহণের ব্যাখ্যা, অন্য গ্রহের আকার সম্পর্কে তথ্য, উপগ্রহের গতি সহ বিভিন্ন বিষয় লেখা রয়েছে আমাদের দেশেরই প্রাচীন গ্রন্থে। সে সব নিয়ে গবেষণা হওয়া উচিত: মোদী।
  4. কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ইসরো যেভাবে সাহায্য করে থাকে, সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
  5. ২৩ অগস্ট অর্থাৎ যে দিন চন্দ্রযান ৩ সাফল্যের সঙ্গে চাঁদে অবতরণ করেছে, সেই দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করবে, ঘোষণা করলেন মোদী।
  6. মোদীর কথায়, আজ যখন শিশুরা চাঁদ দেখবে, তারাও অনুভব করবে চেষ্টা করলে ওখানেও পৌঁছনো যায়। বিজ্ঞানীদের এই সাফল্য তাদের অনুপ্রেরণা দেবে বলেও মনে করছেন প্রধানমন্ত্রী।
  7. আজ আমি আপনাদের পরিশ্রমের কথা সবাইকে বলতে চাই। কীভাবে ইসরোর মধ্যে কৃত্রিম চাঁদ পর্যন্ত বানানো হয়েছিল। সেখানে বিক্রম-কে আলাদা আলাদাভাবে অবতরণ করিয়ে পরীক্ষা করা হয়েছে: মোদী
  8. একটা সময় ভারত তৃতীয় সারির দেশ হিসেবে গণ্য হত। সেখান থেকে বেরিয়ে আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ। ট্রেন থেকে প্রযুক্তি, সব ক্ষেত্রেই ভারত আজ প্রথম সারিতে। আজ আপনারা মেক ইন ইন্ডিয়াকে চাঁদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন: মোদী।
  9. শনিবার সকালে বিমানবন্দরের বাইরে ছিল সাধারণ মানুষের ভিড়। তাঁদের উদ্দেশে কথা বলার সময় ‘জয় বিজ্ঞান’ স্লোগান শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, ‘জয় বিজ্ঞান, জয় অনুসাধন।’
  10. প্রধানমন্ত্রী বলেন, “বেশি কিছু বলব না। আমার মন ওই বিজ্ঞানীদের কাছে যাওয়া জন্য অস্থির হয়ে আছে।”
  11. বিমানবন্দরে নেমে মোদী বলেন, “আমি ঠিক করেছিলাম, দেশে পৌঁছেই প্রথমে বেঙ্গালুরু যাব। কর্নাটকের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে জানিয়েছিলাম যে ইসরো-তে কথা বলেই আমি ফিরে যাব।”
  12. দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর সেরে আজ শনিবার সকালে সোজা বেঙ্গালুরুতে পৌঁছেছেন মোদী। বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছেই টুইট করেন তিনি। লেখেন, ”ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ, যাঁরা দেশকে গর্বিত করেছে।”

 

Next Article