PM Modi: ‘শিখর স্পর্শ করব, শিকড় ভুলব না’, নগ্ন পায়ে চেয়ার ছেড়ে সাধারণের মাঝে মোদী
PM Modi: ভারতের সংস্কৃতিতে জৈনদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। প্রাকৃত ও পালিকে শাস্ত্রীয় ভাষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই দুটি ভাষা জৈন ও বৌদ্ধ সংস্কৃতিকে বহন করে। প্রধানমন্ত্রী বলেন, "সেজন্যই প্রাকৃত ও পালিকে শাস্ত্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়ছে।"

নয়াদিল্লি: সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছে চেয়ার সরিয়ে শ্রমিকদের সঙ্গে সিঁড়িতে বসে পড়েছেন। কখনও খুদেদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। ফের একবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিজ্ঞান ভবনে নভকর মহামন্ত্র দিবসে মঞ্চে উঠলেন না তিনি। বসলেন সাধারণ মানুষের সঙ্গে। জৈনদের এই অনুষ্ঠানে খালি পায়েও দেখা গেল প্রধানমন্ত্রীকে।
জৈন সম্প্রদায়ের নভকর মহামন্ত্র অনুষ্ঠানে উপলক্ষে এদিন বিজ্ঞান ভবনে আসেন মোদী। জৈনদের এই আধ্যাত্মিক পরম্পরার প্রতি প্রধানমন্ত্রীর যে গভীর শ্রদ্ধা রয়েছে, তা এদিন দেখা গেল। স্টেজে তাঁর জন্য নির্দিষ্ট আসনে গিয়ে বসলেন না মোদী। তাঁকে খালি পায়েও দেখা গেল। সেই খালি পায়ে মঞ্চের সামনে সাধারণ মানুষের সঙ্গে বসলেন তিনি।

সাধারণের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নমোকর মন্ত্র হিসেবেও পরিচিত নভকর মহামন্ত্র। অহিংসা, অন্তরের শান্তির জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “আমাদের বিশ্বাসের কেন্দ্র হল নভকর মহামন্ত্র। উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে নভকর মহামন্ত্রের যোগসূত্র রয়েছে। লালকেল্লা থেকে বলেছিলাম, উন্নত ভারত মানে উন্নতি এবং ঐতিহ্যকে বহন করা। এমন ভারত যে থামবে না। আমরা শিখর স্পর্শ করব কিন্তু, শিকড়কে ভুলে যাব না।”
ভারতের সংস্কৃতিতে জৈনদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। প্রাকৃত ও পালিকে শাস্ত্রীয় ভাষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই দুটি ভাষা জৈন ও বৌদ্ধ সংস্কৃতিকে বহন করে। প্রধানমন্ত্রী বলেন, “সেজন্যই প্রাকৃত ও পালিকে শাস্ত্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়ছে।”

