PM Narendra Modi: হস্তশিল্পীর কাছ থেকে জগন্নাথের মূর্তি কিনলেন প্রধানমন্ত্রী, অনলাইনে দিলেন দাম
PM Narendra Modi: এদিন ওয়ারধায় 'পিএম বিশ্বকর্মা' কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও অজিত পাওয়ার এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরি। পিএম বিশ্বকর্মা প্রকল্পে সুবিধাপ্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন মোদী।
ওয়ারধা: দেশে অনলাইনে লেনদেন বেড়েছে। রাস্তার ধারে ছোট ছোট দোকানেও রয়েছে অনলাইনে পেমেন্টের সুবিধা। এবার অনলাইনে পেমেন্ট করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এক হস্তশিল্পীর কাছ থেকে জগন্নাথের মূর্তি কিনে UPI মাধ্যমে পেমেন্ট করলেন তিনি।
শুক্রবার মহারাষ্ট্রের ওয়ারধায় যান প্রধানমন্ত্রী। সেখানে ‘পিএম বিশ্বকর্মা’ প্রদর্শনী ঘুরে দেখেন। ঘুরতে ঘুরতে এক হস্তশিল্পীর তৈরি নানা মূর্তি দেখে দাঁড়িয়ে পড়েন মোদী। হস্তশিল্পীর সঙ্গে কথোপকথন শুরু করেন। তাঁর কাছ থেকেই প্রধানমন্ত্রী জানতে চান, কোন মূর্তিটা কেনা যেতে পারে? সেই মূর্তি যে ঠাকুরঘরে থাকবে, তাও জানান। তারপরই প্রধানমন্ত্রীর হাতে জগন্নাথের মূর্তি তুলে দেন ওই হস্তশিল্পী।
এরপর ইউপিআই পেমেন্ট মাধ্যমে মূর্তির দাম দেন প্রধানমন্ত্রী। হস্তশিল্পীর কাছ থেকে জানতে চান, অনলাইনে তিনি মূর্তির দাম পেয়েছেন কি না? হস্তশিল্পী ঘাড় নেড়ে জানিয়ে দেন, দাম পেয়েছেন তিনি।
এদিন ওয়ারধায় ‘পিএম বিশ্বকর্মা’ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও অজিত পাওয়ার এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরি। পিএম বিশ্বকর্মা প্রকল্পে সুবিধাপ্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন মোদী। গত বছরের ১৭ সেপ্টেম্বর এই প্রকল্প শুরু হয়। এই প্রকল্পের বর্ষপূর্তি উদযাপনে এই কর্মসূচি হচ্ছে ওয়ারধায়।