PM Narendra Modi: আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা মোদীর, কী বললেন নমো?

Jan 02, 2025 | 7:37 PM

PM Narendra Modi: মার্কিন পুলিশ হামলাকারীকে জঙ্গি বলে উল্লেখ করেছে। এই হামলাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, এই ঘটনার আগে অনলাইনে একাধিক ভিডিয়ো প্রকাশ করেন জব্বর। এবং তাঁর কর্মকাণ্ড দেখে অনুমান করা হচ্ছে, তিনি আইএসআইএস দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।

PM Narendra Modi: আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা মোদীর, কী বললেন নমো?
নিউ অর্লিন্সে হামলার নিন্দা করলেন নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি ও ওয়াশিংটন: আমেরিকার নিউ অর্লিন্সে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় এই সন্ত্রাসবাদী হামলায় ১৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন। এই জঙ্গি হামলাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করলেন নমো।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “নিউ অর্লিন্সে কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছি আমরা। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। প্রিয়জনকে হারানোর শোক কাটিয়ে ওঠার শক্তি পান তাঁরা।”

এই খবরটিও পড়ুন

নতুন বছরকে স্বাগত জানাতে গতকাল সেজে উঠেছিল নিউ অর্লিন্স। রাস্তায় ভিড় করেছিলেন সাধারণ মানুষ। আর সেই ভিড়ে দ্রুতগতিতে একটি পিকআপ ট্রাক এসে ধাক্কা মারে। ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। ওই পিকআপ ট্রাকে আইএসআইএস-র পতাকা ছিল।

এফবিআই জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন শামসুদ-দিন জব্বর নামে বছর বিয়াল্লিশের এক ব্যক্তি। টেক্সাসে বসবাসকারী মার্কিন নাগরিক। আইটি স্পেশালিস্ট হিসেবে মার্কিন সেনায়ও একসময় কাজ করেছেন। হামলার পর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিনি মারা যান।

মার্কিন পুলিশ তাঁকে জঙ্গি বলে উল্লেখ করে। এই হামলাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, এই ঘটনার আগে অনলাইনে একাধিক ভিডিয়ো প্রকাশ করেন জব্বর। এবং তাঁর কর্মকাণ্ড দেখে অনুমান করা হচ্ছে, তিনি আইএসআইএস দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।

এদিকে, গতকালই লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে গাড়ি বিস্ফোরণে একজন মারা গিয়েছেন। আরও সাতজন জখম হয়েছেন। বাইডেন জানিয়েছেন, দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত দুটি ঘটনার কোনও যোগসূত্র পাওয়া যায়নি। এফবিআই জানিয়েছে, নিউ অর্লিন্সের হামলার তদন্ত চলছে। এই হামলায় জব্বর একা জড়িত নয় বলে তাদের বিশ্বাস। হামলায় আইএসআইএসের হাত দেখছে তারা। এই পরিস্থিতি এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন মোদী।

 

Next Article