PM Narendra Modi: বাস্তিল দিবসে প্রধান অতিথি মোদী, ২ দিনের ফ্রান্স সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 13, 2023 | 8:03 AM

PM Modi's France Visit: প্যারিস সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের বার্ষিক বাস্তিল দিবসের অনুষ্ঠানে 'গেস্ট অব ওনার' হিসাবে যোগ দেবেন। বাস্তিল দিবসের প্য়ারেডে ভারতী. তিন বাহিনীর মোট ২৬৯ জন সদস্যও অংশ নেবেন।

PM Narendra Modi: বাস্তিল দিবসে প্রধান অতিথি মোদী, ২ দিনের ফ্রান্স সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী
ফ্রান্সের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: কূটনৈতিক সম্পর্ককে মজবুত করতে বিদেশনীতিতে বরাবরই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। তার সুফলও মিলেছে হাতে-নাতে। এবার ফ্রান্সের সঙ্গে মজবুত সম্পর্ক গড়তেই দু’দিনের জন্য প্যারিস সফরে (Paris Visit) গেলেন প্রধানমন্ত্রী মোদী। এ দিন সকালেই তিনি দিল্লি থেকে ফ্রান্সের (France) উদ্দেশে রওনা দেন। বিকেল ৪টে নাগাদ তিনি প্য়ারিসের ওরলি বিমানবন্দরে পৌঁছবেন। ফ্রান্সের বাস্তিল দিবস (Bastille Day) উদযাপনেও বিশেষ অতিথি হিসাবে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিবৃতি জারি করে জানান, দু’দিনের সফরে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ, সিভিল নিউক্লিয়ার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।  এই সফর দুই দেশের মধ্য়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেও তিনি জানান।

প্যারিস সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের বার্ষিক বাস্তিল দিবসের অনুষ্ঠানে ‘গেস্ট অব ওনার’ হিসাবে যোগ দেবেন। বাস্তিল দিবসের প্য়ারেডে ভারতী. তিন বাহিনীর মোট ২৬৯ জন সদস্যও অংশ নেবেন। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল ফাইটার জেটও ফ্লাইপাস্টে সামিল হবে ফ্রান্সের যুদ্ধবিমানগুলির সঙ্গে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টেয় প্যারিসে পৌঁছনোর পর সন্ধে সাড়ে ৭টা নাগাদ তিনি ফ্রান্স সেনেটে পৌঁছবেন এবং সেনেট প্রেসিডেন্ট জেরাড লার্চারের সঙ্গে দেখা করবেন। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নের সঙ্গে দেখা করবেন।

এরপরে তিনি লা সিয়েন মিউজিক্য়াল অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপরে ভারতীয় সময় অনুযায়ী, রাত সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলিজি প্যালেসে পৌঁছবেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করবেন।

Next Article